প্রাইভেসি পলিসি নিয়ে নতুন নীতি হোয়াটসঅ্যাপের, ব্যান হবে কি আপনার অ্যাকাউন্ট?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/05/2021   শেষ আপডেট: 31/05/2021 8:27 a.m.
WhatsApp

কিছুদিন আগে থেকে হোয়াটসঅ্যাপে প্রাইভেসি পলিসি নিয়ে চলছে টালমাটাল

হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি পলিসি মেনে নেওয়ার শেষদিন চলে গিয়েছে গত ১৫ মে। হোয়াটসঅ্যাপের তরফ থেকে বারবার জানানো হয়েছিল, তাদের নতুন প্রাইভেসি পলিসি যদি ব্যবহারকারী না মানেন তাহলে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। যবে থেকে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি এসেছে তবে থেকে এই প্রাইভেসি পলিসি নিয়ে বেশ চিন্তার মধ্যে আছেন অনেকে। অনেকে ঠিক বুঝে উঠতে পারছেন না এটা কিভাবে কাজ করে। কেন্দ্রীয় সরকার যদিও এর আগেও হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি নিয়ে একাধিক আপত্তি জানিয়েছিল। সেই সময় অ্যাপ্লিকেশনটি জানিয়েছিল, তাদের অ্যাপে নতুন প্রাইভেসি পলিসি বজায় থাকবে, যদি কেউ নতুন প্রাইভেসি পলিসি মেনে নেন তবেই তিনি ব্যবহার করতে পারবেন অ্যাপ্লিকেশন। তবে এবারে তাদের এই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এলো এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং ওয়েবসাইট।

একটি বক্তব্যে হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছে, এবার যদি কেউ চান তাহলে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন পলিসি গ্রহণ না করেও। এর আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক বারংবার হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠিয়েছে তাদের প্রাইভেসি পলিসি নিয়ে। কেন্দ্রের নোটিশের জবাবে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, কোন ভাবেই তারা গ্রাহকের গোপনীয়তার সঙ্গে কোনো আপস করে না। পাশাপাশি তারা স্পষ্ট করেছিল, কোনভাবেই এই প্রাইভেসি পলিসি নীতি থেকেও তারা সরে আসবে না। কিন্তু নাটকীয় ভাবে হঠাৎ নিজেদের সুর বদল করলো এই ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। হোয়াটসঅ্যাপ এর আগে জানিয়েছিল, যদি কোন গ্রাহক প্রাইভেসি পলিসি গ্রহণ না করেন, তাহলে তার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হবে। আগের সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে আজ হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছে, আপনারা যদি নতুন প্রাইভেসি পলিসি গ্রহণ না করেন তাহলে কোন অসুবিধা নেই, আপনাকে শুধুমাত্র ওয়ার্নিং দেওয়া হবে হোয়াটসঅ্যাপের তরফ থেকে।