কেন্দ্র টুইটার দ্বন্দ্ব অব্যাহত! খুব শীঘ্রই ভারতীয়দের জন্য নতুন প্রাইভেসি পলিসি কার্যকর করবে সংস্থা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/07/2021   শেষ আপডেট: 23/07/2021 3:23 p.m.

নতুন প্রাইভেসি পলিসি ১৯ আগস্ট থেকে কার্যকর হবে

নতুন ডিজিটাল আইন নিয়ে কেন্দ্রের সাথে টুইটারের (Twitter) সংঘাত অব্যাহত রয়েছে। দীর্ঘদিন বাক-বিতণ্ডার পর কিছুদিন আগেই টুইটার কেন্দ্র সরকারের দাবি মেনে নিয়ে নতুন অভিযোগ গ্রহণকারী বা গ্রিভেন্স অফিসার (Grivence Officer) নিয়োজিত করেছিল। তারা আগামী মাসের ১৯ তারিখ থেকে ভারতীয় ইউজারদের জন্য নতুন প্রাইভেসি পলিসি আমল করার কথা জানিয়েছে। পরিবর্তন হবে টুইটার স্পেস, টুইটার সোশ্যাল অডিও এবং টুইটার ব্লু তে। আসলে উত্তরপ্রদেশে এক প্রবীণ ব্যক্তির নিগ্রহের ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অভিযোগ উঠেছে টুইটারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে টুইটার বনাম কেন্দ্র সংঘাত আদালত অব্দি গড়িয়েছে। ঘটনার পর টুইটারের নবনিযুক্ত গ্রিভেন্স অফিসার ধর্মেন্দ্র ইস্তফা দিয়েছেন। দিল্লি পুলিশ তাকে তিনবার তলব করলেও তিনি পুলিশের কাছে নিজের বক্তব্য লিপিবদ্ধ করাননি।

এই পরিস্থিতিতে আদালত দ্রুত মাইক্রোব্লগিং সাইট টুইটারকে নতুন অভিযোগ গ্রহণকারী আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে। দেশের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটারকে কড়া বার্তা দিয়ে বলেছেন, "ভারতে ব্যবসা করতে হলে দেশের আইন মানতে হবে। নতুন তথ্য প্রযুক্তি আইন নিয়ে টুইটারের সাথে কেন্দ্রের দীর্ঘদিন বাকবিতন্ডা চলছে।" আপাতত দিল্লি হাইকোর্টে মামলা চলছে এবং মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৮ জুলাই।