দেশের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্মবার্ষিকীতে ডুডলে শ্রদ্ধাজ্ঞাপন গুগলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/07/2021   শেষ আপডেট: 18/07/2021 6:39 p.m.
কাদম্বিনি গাঙ্গুলির গুগল ডুডল twitter.com/GoogleDoodles/

বেঙ্গালুরুর শিল্পী অদ্রিজা কাদম্বিনীদেবীর গুগল ডুডল তৈরি করেছেন

একগুঁয়ে পুরুষতান্ত্রিক সমাজের সমস্ত বাধা বিপত্তি সরিয়ে সেই সময়কার নিয়ম লঙ্ঘন করে দেশের প্রথম মহিলা চিকিৎসক হয়ে উঠেছিলেন বাঙালি মেয়ে কাদম্বিনী গাঙ্গুলী (kadambini Ganguly)। তিনি ১৮৬১ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন বিহারের ভাগলপুরে। তার পিতা ব্রাহ্ম সংস্কারক ব্রজকিশোর বসু ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সেই সময়ের প্রগতি পরিপন্থী বাঙালি সমাজ কাদম্বিনীর পড়াশোনা করাকে মেনে নিতে পারেনি। কিন্তু সমাজের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তিনি লড়াই করে বেথুন কলেজ থেকে প্রথম মহিলা হিসাবে স্নাতক পাস করেন। তারপর তিনি ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি তাঁর পিসতুতো দাদা মনমোহনের হাত ধরে হিন্দু মহিলা বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ১৮৮৩ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েন।

আজ ১৮ জুলাই, ২০২১ কাদম্বরীদেবীর ১৬০ তম জন্মদিন। সেই উপলক্ষে দেশের প্রথম মহিলা চিকিৎসককে শ্রদ্ধা জানালো টেক জায়ান্ট গুগল। গ্রাফিক্সের মাধ্যমে ওই নারী চিকিৎসকের জীবনী ও কাজকে সম্মান জানিয়ে গুগল তাদের নিজেদের হোমপেজে গুগল ডুডল (Google Doodle) তৈরি করে। বেঙ্গালুরুর অদ্রিজা অসাধারণ শিল্পকলা এই গুগল ডুডলে ফুটিয়ে তুলে কাদম্বিনীদেবীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।