নয়া ফিচার হোয়াটসঅ্যাপের কপালে, স্বস্তিতে গ্রুপ অ্যাডমিনরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/01/2022   শেষ আপডেট: 30/01/2022 1:10 p.m.
WhatsApp

খুব শীঘ্রই Meta মালিকানাধীন WhatsApp সংস্থা এই নতুন ফিচার রোলআউট করতে চলেছে

WhatsApp (হোয়াটসঅ্যাপ) এর বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা আমাদের সকলেরই জানা। মাত্র দশ মিনিটের জন্যও হোয়াটসঅ্যাপ অচল হয়ে গেলে মাথাব্যথার কারণ হয়ে ওঠে তা। তাই হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলতে এবং ইউজারদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পিছপা হয়না হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

'ডিলিট ফর এভরিওয়ান', 'ওয়ান টাইম ভিউ' ইত্যাদি নানান ফিচারের পর এবার WhatsApp গ্রুপকে কেন্দ্র করে একটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে Meta মালিকানাধীন WhatsApp সংস্থা।

সূত্রের খবর, খুব শীঘ্রই Meta মালিকানাধীন WhatsApp সংস্থা একটি নতুন ফিচার রোলআউট করতে চলেছে। যার সাহায্যে সুবিধাভোগী হবেন গ্রুপ অ্যাডমিনরা। জানা যাচ্ছে, শুধুমাত্র প্রেরকই নন। গ্রুপ অ্যাডমিনরাও এবার থেকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনো একটি নির্দিষ্ট মেসেজ ডিলিট করে দিতে পারবে।

একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যতজন অ্যাডমিনই থাকুক না কেন, তাদের সবারই মেসেজ ডিলিট করার ক্ষমতা থাকবে। সহজ করে বললে বোঝায়, অ্যাডমিনদের তৈরি গ্রুপে কার মেসেজ থাকবে আর কার নয়, তা সম্পূর্ণ ভাবে অ্যাডমিনদের দখলে।