আর দরকার নেই মোবাইল কিংবা কার্ডের, মুখ দেখিয়েই টাকা পেমেন্ট সম্ভব এবার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/05/2022   শেষ আপডেট: 18/05/2022 4:33 p.m.
https://unsplash.com

আধুনিক প্রযুক্তির হাতেখড়ি হতে চলেছে ব্রাজিলের সাও পাওলো শহরে

নগদ টাকা নিয়ে চলাফেরা করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে যুবা প্রজন্ম। মোবাইল ফোন আর কার্ডের মাধ্যমে টাকা পে করার প্রচলন এখন। কিন্তু আধুনিক প্রযুক্তি এবার আপনাকে এমন সুবিধা দিতে চলেছে যার জেরে পার্স ক্যারি করার প্রয়োজনটাই উঠে যাবে। কার্ড নেই? কুছ পরোয়া নেহি! বায়োমেট্রিক চেক‌আউট প্রোগ্রামের মাধ্যমে আপনার বিল পে হয়ে যাবে এবার। বুঝতে পারছেন না তো? বায়োমেট্রিক চেকআউট প্রোগ্রামে ক্রেতাকে দোকানের মালিকের ফোন বা ইনস্টল করা সিস্টেম ব্যবহার করে চেকআউটের সময় তাদের মুখ স্ক্যান করার অনুমতি দেবে এবং ফোন যেভাবে ফেস রিকগনাইজেশন করে আনলক করে, একইভাবে অর্থপ্রদানেরও অনুমতি দেবে৷

এই আধুনিক প্রযুক্তিতে হাতেখড়ি হতে চলেছে ব্রাজিলের সাও পাওলো শহরে। শহরের ছোট বড় দোকানগুলি পেফেস নামক একটি ব্রাজিলিয়ান স্টার্টআপ দ্বারা তৈরি এই সিস্টেমটি ব্যবহার করবে৷ মাস্টারকার্ডের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্লুমবার্গ নিলি ক্লেনফের মতে, এই প্রযুক্তি ব্যবহার দৈনন্দিন টাকাপয়সার ঝক্কিঝামেলা দূর করবে। পাশাপাশি আর‌ও কিছু বিশেষ ফিচার তারা প্রকাশ্যে আনবেন শীঘ্রই।

মাস্টারকার্ডের এই ফেসিয়াল রিকগনিশনের ব্যবহার হলে জালিয়াতি কমার সম্ভাবনা বাড়বে। প্রসঙ্গত, গত মাসে Walletmor একটি সংস্থা হাতে একটি চিপ এম্বেড করার প্রস্তাব দিয়েছিল যা রিসিভারের উপর হাত সোয়াইপ করলে টাকা ট্রানজিট করা সম্ভব হবে। ওই চিপের ওজন এক গ্রামেরও কম এবং এটি চালের দানার চেয়ে সামান্য বড়। এটি একটি ক্ষুদ্র মাইক্রোচিপ এবং একটি বায়োপলিমারে আবদ্ধ একটি অ্যান্টেনার সমন্বয়ে গঠিত যা প্লাস্টিকের অনুরূপ একটি বায়োডিগ্রেডবল উপাদান। কোম্পানির প্রতিষ্ঠাতা আশ্বাস দিয়েছেন যে চিপটি পুরোপুরি নিরাপদ।