পাস‌ওয়ার্ড শেয়ার করলেই অতিরিক্ত টাকা নেবে নেটফ্লিক্স, চালু হল নতুন নিয়ম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/03/2022   শেষ আপডেট: 17/03/2022 3:46 p.m.
https://unsplash.com/

নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের সদস্যরা দুইজন পর্যন্ত সাব-অ্যাকাউন্ট যোগ করতে পারবেন

নতুন জেনারেশনের বিনোদনের গন্ডী ক্রমশ টেক নির্ভর হয়ে পড়ছে। 'নেটফ্লিক্স এন্ড চিল' কথাটি শোনেননি এমন মানুষ হয়তো খুব‌ই কম হবেন। নেটফ্লিক্স ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এমন আছেন যারা নিজেরা সাবস্ক্রিপশন নেননি। অনেকে সিঙ্গেল সাবক্রিপশন প্যাক নিয়ে অনেকের সঙ্গে শেয়ার করেন। ফলে একটি অ্যাকাউন্টেই অনেকেই বিভিন্ন কন্টেন্ট দেখার সুবিধা পান। যদিও এই সুবিধা আর পাওয়া যাবে না, এমনটাই জানিয়েছে নেটফ্লিক্স। দীর্ঘ কয়েক বছর ধরে ডেটা অ্যানালিসিসের পর নেটফ্লিক্সের আধিকারিকরা দেখেছেন পরিবারের সদস্য নয় এমন অনেকের সঙ্গেই আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করছেন ব্যবহারকারীরা।

এই বিষয়ে নেটফ্লিক্সের তরফে সম্প্রতি জানানো হয়েছে, "পরিবারের কারোর সঙ্গে আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করলে কোনও সমস্যা নেই। কিন্তু বাইরের কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না এবং তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।" Netflix এর তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "আমরা সেই সব মানুষদের খুব পছন্দ করি যাঁরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। তাই আমরা যখনই নতুন কোনও ফিচার বা আপডেট নিয়ে আসি তখন সাধারণ মানুষের কথা ভেবেই নিয়ে আসি। যে ফিচারগুলি সাধারণ মানুষের কাজে লাগবে সেগুলিই আমরা লঞ্চ করি। এবং তাঁদের সাবক্রিপশনের অর্থ টিভি এবং ফিল্মের জন্য ব্যবহার করি।"

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও ব্যবহারকারী তাঁদের পরিবারের সদস্যদের বাইরে অন্য কারোর সঙ্গে তাঁদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে। পোস্টে উল্লেখ করা হয়েছে, Netflix এই সমস্যা রোধে দুটি বৈশিষ্ট্য যুক্ত করছে - প্রথমটি হল 'অতিরিক্ত সদস্য যোগ করুন' এবং 'নতুন অ্যাকাউন্টে প্রোফাইল স্থানান্তর করুন'। নেটফ্লিক্সের স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্ল্যানের সদস্যরা দুইজন পর্যন্ত সাব-অ্যাকাউন্ট যোগ করতে পারবেন যারা পরিবারের সদস্য নয়। এইসব সাব অ্যাকাউন্টের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শেষ পর্যন্ত মোট ২২১.৮ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল নেটফ্লিক্সের। অন্যদিকে চলতি বছরের প্রথম তিনমাসে পুরো বিষয়টি যেদিকে এগোচ্ছে তাতে নেটফ্লিক্স আমাজন প্রাইম, ডিজনি, হটস্টার, সোনি লাইভের থেকে বেশ পিছিয়ে রয়েছে। নেটফ্লিক্স জানাচ্ছে, ভারতে অনেকটাই কম আয় হচ্ছে তাদের। আর এর মূল কারণ হল সাবস্ক্রিপশন শেয়ার।