৫৮০ বছর পর ঘটবে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ, জেনে নিন বিরল ঘটনার কিছু অজানা তথ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/11/2021   শেষ আপডেট: 16/11/2021 8:25 a.m.
চন্দ্র গ্রহণ https://unsplash.com

চন্দ্রগ্রহণের সময়কাল হবে ৩ ঘন্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড

জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা উভয় ক্ষেত্রেই গ্রহণ বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। বিভিন্ন শাস্ত্রে গ্রহণ ব্যাপারটি অশুভ। পৌরাণিক কাহিনী অনুসারে রাহু ও কেতু গ্রহণের সময় চাঁদকে গ্রাস করে নেয়। তাই তো পৃথিবীবাসী কিছু সময়ের জন্য আকাশে চাঁদকে দেখতে পায় না। একে চন্দ্রগ্রহণ বলে। তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়তে শুরু করে। আর তখনই আকাশ থেকে পুরোপুরি বা আংশিকভাবে গায়েব হয়ে যায় চাঁদ। তবে সম্প্রতি জানা গিয়েছে ২০২১ সালের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৯ নভেম্বর। তবে এই দিনের চন্দ্রগ্রহণ ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখবে। আসলে আগামী ১৯ নভেম্বরের চন্দ্রগ্রহণ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ শেষ ৫৮০ বছরের মধ্যে কোনোদিন দেখা যায়নি।

এই ঐতিহাসিক চন্দ্রগ্রহণ প্রসঙ্গে এম পি বিড়লা প্লানেটরিয়াম এর রিসার্চ অ্যান্ড একাডেমীর অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, "আগামী ১৯ নভেম্বর চন্দ্রগ্রহণটি ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হবে। ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি শেষবার এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এরপর ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।" এই চন্দ্রগ্রহণ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর ভারতের একাধিক অঞ্চল থেকে দেখা যাবে। আংশিক চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর দুপুর ১২:৪৮ মিনিটে শুরু হবে এবং ৪:১৭ মিনিটে শেষ হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই আংশিক চন্দ্রগ্রহনের সম্পূর্ণ প্রভাব দুপুর ২:৩৪ মিনিটে দেখা যাবে। এইসময় চাঁদের ৯৭ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চন্দ্রগ্রহণের সময়কাল হবে ৩ ঘন্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড যা শেষ ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম। তবে প্রশ্ন একটাই যে ভারতের বুকে দেখা যাবে কি এই ঐতিহাসিক দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ? বিজ্ঞানীদের মতে ভারতের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং অসমে অল্প কিছুসময়ের জন্য সূর্যাস্তের সময় এই চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।