সুদূর এক গ্রহাণু থেকে মাটি আনল জাপান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/12/2020   শেষ আপডেট: 07/12/2020 3:39 a.m.
জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি প্রকাশিত এই কম্পিউটার গ্রাফিক্স চিত্রটিতে গ্রহাণু রিয়ুগুয়ের উপরে হায়াবুসা 2 মহাকাশযান দেখানো হয়েছে। -

এর আগে নাসার পাঠানো মহাকাশযান 'ওসিরিক্স-রেক্স' গ্রহাণু থেকে মাটি সংগ্রহ করেছে।

মঙ্গলগ্রহ ও বৃহস্পতির মধ্যবর্তী স্থানে অবস্থিত 'অ্যাষ্টরয়েড বেল্ট-এর সদস্য-গ্রহাণু 'রিউগু' থেকে মাটি সংগ্রহ করল 'জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি'(JAXA) -এর মহাকাশযান 'হায়াবুসা-২'। সর্বপ্রথম সারাবিশ্বে এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য জাপানকে শুভেচ্ছা জানানো হয়েছে নাসার তরফ থেকে। ৩ কিলোমিটারের মধ্যবর্তী কোনো একটি গ্রহাণু থেকে মাটি সংগৃহীত হয়েছে।

জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) এর একজন সদস্য ওয়ুমেলার হায়াবুসা ২ দ্বারা নামানো গ্রহাণু উপসর্গের প্রথম নমুনাগুলি পুনরুদ্ধার করেছেন। ছবি: জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি(JAXA)।

এছাড়াও গত ২০ অক্টোবর নাসা থেকে পাঠানো মহাকাশযান 'ওসিরিক্স-রেক্স' ভেন নামক একটি গ্রহাণু থেকে মাটি সংগ্রহ করে ফিরেছিল। প্রসঙ্গত, জাপানের পাঠানো মহাকাশযান 'হায়াবুসা-২' এবং নাসার পাঠানো মহাকাশ যান 'ওসিরিক্স-রেক্স', এই দুটোই কোনোরকম অসুবিধা বা দুর্ঘটনা ছাড়া গ্রহাণুতে নেমে মাটি নিয়ে আসতে পেরেছে।