শ্রীহরিকোটা থেকে স্যাটেলাইট ভেহিকল-সি-49 লঞ্চ করল ইসরো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/11/2020   শেষ আপডেট: 07/11/2020 7:33 p.m.
পিএসএলভি-সি 49/ ইওএস-01 লঞ্চের পর। isro.gov.in

এই সাফল্যে ইসরোকে টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (The Indian Space Research Organisation, ISRO) শুক্রবার, ৭ই নভেম্বর অর্থাৎ আজ ভারতীয় সময় বিকেল ৩.১২ নাগাদ শ্রীহরিকোটা থেকে লঞ্চ করল পোলার স্যাটেলাইট ভেইকেল সি-49(পিএসএলভি-সি 49/ ইওএস-01)।

পিএসএলভি-সি 49/ ইওএস-01 লঞ্চের আগে। isro.gov.in

স্যাটেলাইটের সফল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে ইসরোকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, কোভিড-১৯ এর সময়ে বিজ্ঞানীরা এই নির্দিষ্ট সময়সীমা পূরণ করার জন্য অনেক বাধা অতিক্রম করেছিলেন। উদ্বোধনের পরপরই ইসরো টুইট করে জানিয়েছিল যে পিএসএলভি-সি 49/ ইওএস-01 এর চতুর্থ স্তর থেকে সাফল্যের সাথে পৃথক হয়ে গেছে। নয়টি গ্রাহক উপগ্রহ সফলভাবে পৃথক হয়ে তাদের কক্ষপথে প্রবেশ করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে(এসডিএসসি) প্রথম লঞ্চ প্যাড থেকে ভারতীয় সময় বিকেল ৩.১২ মিনিটে ভারতের র‍্যাডার ইমেজিং স্যাটেলাইট ও নয়টি বিদেশী উপগ্রহ সহ ১০টি উপগ্রহ বহনকারী রকেট ছাড়া হয়।