আত্মনির্ভরতার লক্ষ্যে আরও একধাপ : ভারতের ম্যাপ ভারতের অ্যাপেই

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/02/2021   শেষ আপডেট: 13/02/2021 9:44 a.m.
ISRO

ইসরোর সহায়তায় গুগল ম্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ বানাবে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার লক্ষ্যে আরও এক নতুন কর্মসূচি গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। আন্তর্জাতিক বাজারে বহুল প্রচলিত পথনির্দেশিকা অ্যাপ গুগল ম্যাপের প্রতি নির্ভরতা কমিয়ে দেশের পথ দেখাবে এবার দেশীয় পরিকাঠামো ও প্রযুক্তিতে তৈরি ভারতীয় অ্যাপ। আর তাই বিদেশী সংস্থার ওপর ভরসা না করে ইসরোর সহযোগীতায় নির্মাণ হবে এই গুগল-প্রতিদ্বন্দ্বী অ্যাপ।

ম্যাপমাইইন্ডিয়া নামে একটি ভৌগোলিক স্থান ও তথ্য প্রদানকারী প্রযুক্তি সংস্থার সাথে ইতিমধ্যেই এই মর্মে চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় স্পেস রিসার্চ ইনস্টিটিউট বা ইসরো (ISRO)। স্যাটিলাইটের সহায়তায় ভূপৃষ্ঠের উপরিস্থিত যেকোনো স্থান(অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্বিশেষে) নির্ণয় ও সেই স্থানে কি অবস্থিত? কী তার নাম? আমার অবস্থান থেকে কতটা দূরত্ব? কীভাবে পৌঁছানো যাবে? সবচেয়ে কম সময়ে ও কম খরচে কিকরে যাওয়া যাবে? ইত্যাদি নানা তথ্য সংগ্রহ ও সরবরাহ করবে এই অ্যাপ, ঠিক গুগলের মতোই। ভারতের প্রত্যন্ত এলাকা, অলি গলিরও সঠিক পথের দিশা মিলবে এই দেশীয় অ্যাপে। এ প্রসঙ্গে ম্যাপমাইইন্ডিয়ার সিইও বলেন, এখন আর দেশবাসীকে 'গুগল ম্যাপ' বা 'গুগল আর্থ'-এর ওপর নির্ভর করতে হবে না। ভারতীয় টেকনোলজিতে তৈরি এই অ্যাপে আরো সহজ হবে জিওস্প্যাচিয়াল পরিষেবা।