নেটদুনিয়ায় ফাঁস হয়ে গেল লক্ষাধিক ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, তালিকায় হয়তো আপনিও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/04/2021   শেষ আপডেট: 04/04/2021 5:47 a.m.
ফেসবুক @pixabey

বর্তমানে ভারতের ৬০ লক্ষ মানুষের অত্যন্ত ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে ইন্টারনেট মাধ্যমে

আবারও নতুন করে প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা। একটি লো লেভেল হ্যাকিং ফোরামে একজন ব্যবহারকারী এদিন ফাঁস করে দিলেন লক্ষাধিক ফেসবুক ব্যবহারকারীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা। এই সমস্ত তথ্য এর মধ্যে রয়েছে ফোন নাম্বার, ইমেইল আইডি, সম্পূর্ণ ঠিকানা, সম্পূর্ণ নাম, ফেসবুক আইডি, জন্মদিন সহ আরো অনেক কিছু। সর্বমোট ৫,৩৩০ লক্ষ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারনেট দুনিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। তারমধ্যে, ৬০ লক্ষ মানুষ ছিলেন ভারতীয়। ফলে, আবারো জরুরী তথ্য ফাঁস হয়ে যাওয়া নিয়ে সমস্যার মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে ফেসবুক অ্যাপ্লিকেশনের একটি দুর্বলতার কারণে, যা দেখা দিয়েছিল গত ২০১৯ সালে।

দুই বছর পুরনো হলেও এখনো পর্যন্ত এই সমস্ত ইনফর্মেশন সাইবার জালিয়াতরা ব্যবহার করতে পারেন মানুষের বিরুদ্ধে কাজ করার জন্য। এছাড়াও, এই সমস্ত ইনফরমেশন এর মাধ্যমে খুব সহজে যে কোন ব্যক্তির ফেসবুক প্রোফাইলের লগইন আইডি এবং পাসওয়ার্ড জেনে ফেলা সম্ভব। এই তথ্য গুলির মধ্যে রয়েছে ফোন নম্বর, যা ব্যবহার করে যেকোনো জালিয়াতরা বিভিন্ন দুষ্কর্ম ঘটাতে পারেন এবং যেকোনো হ্যাকিং করতে পারেন। এছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের ভয় তো থেকেই যাচ্ছে। সাইবারক্রাইম ইন্টেলিজেন্স ফার্ম হাডসন রকের সিটিও অ্যালন গ্যাল সর্বপ্রথম এই বিষয়টি আবিষ্কার করেন এবং তাঁর টুইট বার্তায় তিনি সকলকে সতর্ক করে দেন।