ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের তালিকায় জুড়ল আরও দুই মিরাজ ২০০০

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/11/2021   শেষ আপডেট: 25/11/2021 4:26 p.m.
indianairforce.nic.in

ভারতীয় বায়ুসেনার গোয়ালিওর এয়ারবেসে এসে পৌঁছেছে দুই যুদ্ধবিমান

সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মাঝে আড়েবহরে আরও খানিকটা শক্তিশালী হয়ে উঠল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। সৌজন্যে, ২ টি মিরাজ ২০০০-এর (Mirage 2000) আগমন। সম্প্রতি সুদূর ফ্রান্স (France) থেকে ভারতীয় বায়ুসেনার গোয়ালিওর (Gwalior) এয়ারবেসে এসে পৌঁছাল দুই যুদ্ধবিমান।

সরকারী সূত্রে জানানো হয়েছে, ‘ফ্রান্সের তরফ থেকে ভারতে দু’টি মিরাজ ২০০০ ট্রেনার ভার্সন যুদ্ধবিমান পাঠানো হয়েছে। ফ্রান্সের বিমানবাহিনীর সাথেই উড়ে আসা যুদ্ধবিমান দুটি সম্প্রতি গোয়ালিওর এয়ারবেসে (airbase) অবতরণ করেছে’। পাশাপাশি এও বলা হয়েছে, মিরাজ আপগ্রেড প্রোগ্রামের আওতায় দুই উড়োজাহাজের উন্নতিকরণ করা হবে এবার। এবং সেটি করবে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)।

উল্লেখ্য, এই নিয়ে ভারতের যুদ্ধবিমানের তালিকায় মোট ৫০ টি মিরাজকে সংযুক্ত করার পথে আরও একধাপ এগোল ভারতীয় বায়ুসেনা। জানা গিয়েছে, ফ্রান্সের থেকে সেকেন্ড হ্যান্ড (second hand) যুদ্ধবিমান কিনে সেগুলিকে বিশেষ কিটের মাধ্যমে আপগ্রেড করা হচ্ছে। এই দুটি যুদ্ধবিমানেও সেই কিট লাগিয়ে সেগুলিকে যুদ্ধক্ষম করে তোলা হবে। সূত্রের খবর, সফলভাবে কিট লাগানো হলে ২০৩৫ (2035) সাল পর্যন্ত নিশ্চিন্তে উড়বে মিরাজগুলি।

প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে যুদ্ধসেবায় ব্যবহৃত হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন মিরাজ যুদ্ধবিমানগুলি। ভারতের যুদ্ধের ইতিহাসেও এর অবদান অপরিসীম। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ (Kargil War) থেকে শুরু করে ২০১৯-এর বালাকোট এয়ার স্ট্রাইক (Balakot Air strike), সবেতেই নিজের দক্ষতা প্রমান করতে পিছপা হয়নি ফ্রান্সের এই যুদ্ধবিমান। তাই আরও দুই মিরাজের সংযুক্তিতে ভারতের সামরিক বিভাগ যে যথেষ্ট শক্তিশালী হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।