মীরাবাই চানুর হাত ধরেই ঘরে এল প্রথম পদক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/07/2021   শেষ আপডেট: 24/07/2021 1:06 p.m.
https://twitter.com/narendramodi

টোকিও অলিম্পিকে রুপো জিতলেন মীরাবাই চানু, শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) পদক এল ভারতের কাছে। মীরাবাই চানুর (Mirabai Chanu) হাত ধরে ভারত রুপো জিতল। ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে রুপো জিতলেন ২৬ বছর বয়সী মীরাবাই চানু।

মীরাবাই চানু এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় পদক পেয়েছেন। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন। এর আগে ২০১৪ সালে কমনওয়েলথ গেমস-এ রুপো এবং ২০১৮ কমনওয়েলথ গেমস-এ সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। গতবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। তবে এবারের টোকিও অলিম্পিকে রুপো জিতে নতুন এক ইতিহাস তৈরি করলেন তিনি।

চানুর এই সাফল্যে গোটা দেশ খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, "টোকিও অলিম্পিকে ভারতের কাছে এর চেয়ে বেশি আনন্দের কিছু হতে পারে না। ভারতকে গর্বিত করলেন চানু। রুপো জেতার জন্য তাঁকে অভিনন্দন জানাই। ওঁর সাফল্য ভারতের প্রত্যেকটি মানুষকে অনুপ্রাণিত করবে।" রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।

পাশাপাশি অলিম্পিক্স রেকর্ড গড়ে প্রথম হলেন চিনের ঝৌ হৌ। তিনি মোট ২১০ কিলোগ্রাম ওজন তুলে প্রথম হন। অন্যদিকে মীরাবাই তুলেছেন মোট ২০২ কিলোগ্রাম। আর দ্বিতীয় হয়ে রুপোর পদক ছিনিয়ে নিয়েছেন। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসা। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম। ভারতের ইতিহাসে এক নতুন নজির তৈরি হল মীরাবাই চানুর হাত ধরে।