অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার অনুমতি পেল তালিবান শাসিত আফগানিস্তান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/09/2021   শেষ আপডেট: 03/09/2021 8:44 a.m.
facebook.com/AfghanistanCricketBoardOfficial

আগামী বছরে ভারত-আফগানিস্থান টেস্ট সিরিজ আয়োজিত হতে পারে এ-দেশের মাটিতেই

তালিবানরা ক্ষমতায় এলে আফগানিস্তান ক্রিকেটের কি দশা হবে, সেই নিয়েও এক বড় সংশয় ছিল যা ধীরে ধীরে কাটছে অনেকটাই। ক্রিকেটাররা আদৌ নিরাপদে থাকবেন কিনা কিম্বা ক্রিকেট খেলা চিরতরে মুছে যাবে কিনা সেই জটিলতা কেটেছে। যদিও তালিবানরা আগেও জানিয়েছে দেশের ক্রিকেট খেলা আগের মতোই চলবে কারণ তারা ক্রিকেট ভালোবাসে। সম্প্রতি জানা গেছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার অনুমতি দিয়েছে রশিদ খানদের। খুব সম্ভবত, আগামী মাসেই অজিদের বিরুদ্ধে বাইশ গজের পিচে প্রতিদ্বন্দ্বিতা করবে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার দিক থেকেও দেওয়া হয়েছে সবুজ সংকেত। তারা জানিয়েছে, আফগান বোর্ডের সঙ্গে তাদের বরাবর সুসম্পর্ক বজায় আছে এবং আগামী দিনেও একই থাকবে। তালিবান সংস্কৃতি দপ্তরের প্রধান আহমেদুল্লাহ ওয়াশিক জানান, সব দেশের সাথেই সুসম্পর্ক রাখতে চায় তালিবান শাসিত আফগানিস্তান। ক্রিকেটাররা নিরাপদে যেকোনো দেশে ক্রিকেট খেলতে যেতে পারবে।

একইসাথে, আরও একটি অত্যন্ত চমকপ্রদ খবর, আগামী বছর ভারতের সাথে টেস্ট সিরিজ খেলতে পারে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার হামিদ সিনওয়ারি জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান যা প্রায় নিশ্চিত। এই সিরিজ আয়োজন করা হবে ভারতের মাটিতেই। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ববর্তী আফগান তালিবানি শাসনের সময়ে খেলাধুলা একেবারেই বন্ধ ছিল সেদেশে। এবারেও অশান্ত পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ৩ ম্যাচের সিরিজ পিছিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে ধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে তারা। টি-২০ বিশ্বকাপেও দেখা যেতে পারে রশিদদের।