দ্বিতীয় ম্যাচ গড়ালো সুপার ওভার পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/09/2020   শেষ আপডেট: 21/09/2020 12:19 p.m.
@DelhiCapitals

আম্পায়ারের সিদ্ধান্তের জন্য হার পাঞ্জাবের?

আইপিএলের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৭ রান তোলে দিল্লি ক্যাপিটাল। একটা সময়ে ১৬ ওভারে ৬ উইকেটে ৯৯ রান থাকলেও শেষ চার ওভারে ঝোড়ো ব্যাটিং করে বড়ো রানে পৌঁছে যায় দিল্লি। মার্কস স্টইনিস ২১ বলে ৫৩ রান করেন। পাঞ্জাবের ক্রিস জর্ডন শেষ ওভারে ৩০ রান দেন।

জবাবে ব্যাট করতে নেমে পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ৬০ বলে ৮৯ রান করে খেলা শেষ পর্যন্ত নিয়ে যায়। ময়ঙ্ক যখন আউট হয় তখন জিততে গেলে পাঞ্জাবের এক বলে এক রান চাই। কিন্তু শেষ বলে ক্রিস জর্ডন কে আউট করে দেন মার্কস স্টইনিস। খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে রাবাডা ৩ বলের মধ্যে ২ রান দিয়ে পাঞ্জাবের দুটি উইকেট তুলে নেন। ফলে দিল্লির কাছে টার্গেট দাঁড়ায় ৬ বলে ৩ রান। দিল্লি ২ বলে তুলে নেয় সেই রান।

কিন্তু পাঞ্জাবের হারের পর বিতর্ক তৈরি হয়েছে। পাঞ্জাবের ব্যাটিংয়ের ১৯ নম্বর ওভারের শেষ বলে ২ রান নেন ব্যাটসম্যানরা। কিন্তু আম্পায়ার সেটা ১ রান দেন। আর ওই এক রানের জন্যই খেলা গেল সুপার ওভারে। হারলো পাঞ্জাব।

ম্যাচের সেরা মার্কস স্টাইনিস।