ভারতে এল পঞ্চম পদক, তবে পরাজিত হলেন দীপক পুনিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/08/2021   শেষ আপডেট: 05/08/2021 5:50 p.m.
instagram.com/tokyoolympicsindian

সিলভার পেলেন রবি কুমার দাহিয়া

ইতিহাস তৈরির আগেই থেমে গেলেন ভারতীয় কুস্তিগির রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) এবং দীপক পুনিয়া (Deepak Punia)। দুরন্ত লড়াই করেও ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তির ইভেন্টের ফাইনালে রাশিয়া অলিম্পিক কমিটির প্রতিযোগীর কাছে পরাজিত হলেন ভারতীয় কুস্তিগির রবি কুমার দাহিয়া। ৪-৭ ব্যবধানে হার মানলেন রবি, তবে ভারতকে এনে দিলেন টোকিও অলিম্পকে (Tokyo Olympics)-এর পঞ্চম পদক। তবে মিলল না সোনা, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় কুস্তিগির রবি কুমারকে।

অন্যদিকে, প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনাল জয়ের জোয়ারে ভাসলেও ব্রোঞ্জ মেডেলের স্বপ্ন অধরা থেকে গেল দীপক পুনিয়ার। সান মারিনোর মাইলস নাজেম আমিনের কাছে ২-৪ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন তিনি। ব্রোঞ্জ মেডেল বাউটের প্রথম পিরিয়ডে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করেন ভারতীয় তারকাই। এরপর দ্বিতীয় পিরিয়ডে ২-৪ ব্যবধানে পিছিয়ে পড়তে হয় দীপককে। শেষমেশ পরাজিত হতে হল তাঁকে। ফলে টোকিও অলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হচ্ছে ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়াকে।