অভিষেকেই উঠলো ঈশান ঝড়, শেষ বলে ৬ মেরে ব্রিটিশ বধ বিরাটের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/03/2021   শেষ আপডেট: 14/03/2021 11:45 p.m.
ভারত বনাম ইংল্যান্ড ~icc

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত জিতে সিরিজে ফেরালো সমতা

ভারতীয় ক্রিকেটের পকেট ডায়নামাইট ইসান কিষণ অভিষেক ম্যাচেই হয়ে গেলেন হিট। ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ঝাড়খণ্ডের ঈশান। গতবার আইপিএলে ঈশানের সংগ্রহে ছিল ভারতের মধ্যে সবথেকে ভালো গান। ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফি থেকেই শুরু তার বিজয় রথ। এদিনও তার ঝলক দেখা গেল ইংল্যান্ডের তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে। অর্ধশত রান পূরণ করতে তিনি খরচ করলেন মাত্র ২৮ টি বল। ৫৬ রান করে আউট হলেও ভারতকে তিনি একটি মজবুত জায়গায় এনে দিলেন। তার ব্যটের উপর ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে সমতা ফেরালো ভারত। দ্বিতীয় ম্যাচের পর, বর্তমানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ব্যবধান ১-১।

ঈশান কিশান আউট হয়ে যাওয়ার পর ম্যাচের হাল ধরলেন ভারতের আরো এক তরুণ তুর্কি রিশব পন্থ। ঝড়ের গতিতে ২৬ রান করে আউট হলেন রিশভ। আর অধিনায়ক বিরাট কোহলি করলেন আরো একটি অর্ধশতরান। এদের ইনিংস বুঝিয়ে দিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এখনো অ্যাডভান্টেজে রয়েছে। বোলিংয়ের দিক থেকেও ভারত এদিন বেশ ভালই করল। ম্যাচের প্রথম দিকেই জস বাটলার কে তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। তারপর ম্যাচের হাল ধরলেন ডেভিড মালান এবং জেসন রয়। ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যান, অধিনায়ক ইয়ন মরগান, স্টোকস ভালোই খেললেন। ইংল্যান্ডের সংগ্রহ হল ১৬৪। কিন্তু তাও, ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ খুব সহজে এই রান তাড়া করে নিল। ভারত জিতল ৭ উইকেটে।