IND vs WI: ভারতের ১০০০-তম ওয়ানডে ম্যাচ, শুরুতেই ৭ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/02/2022   শেষ আপডেট: 06/02/2022 4:02 p.m.
https://twitter.com/ICC

নতুন রেকর্ড! চহালের ১০০ তম উইকেট, দাপুটে ইনিংস ভারতীয় ক্রিকেট দলের

গতকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U-19 WC) দাপট দেখিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস্ স্টেডিয়াম দাপট দেখিয়েছে ভারতের ব্লু ব্রিগেড। আজ ক্রিকেটের ইতিহাসে ১০০০-তম ওয়ানডে খেলতে নেমেছে ভারতের ক্রিকেট দল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এই ম্যাচ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সামনে পরপর রেকর্ডের হাতছানি।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত (IND)। ওয়েস্ট ইন্ডিজের (WI) পক্ষে ওপেনিং করতে নামেন সাই হোপ (Shai Hope) এবং ব্রান্ডন কিং (Brandon King)। বল হাতে ভারতের আর তারকা মহম্মদ সিরাজ (Md Siraj) প্রথমেই নামে। সিরাজের বলেই প্রথম ঝটকা পায় ওয়েস্ট ইন্ডিজ। মহম্মদ সিরাজের দ্বিতীয় ওভারে ১০ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সাই হোপ। ১১-তম ওভারে দ্বিতীয় ঝটকা দেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিং ২৬ বলে মাত্র ১৩ রান করেই ফিরে যান। একই ওভারে আর একটা উইকেট পান ওয়াশিংটন সুন্দর।

এরপর ওয়েস্ট ইন্ডিজের মনোবল অনেকটাই গুড়িয়ে দেয় ভারতের ব্লু ব্রিগেড। এরপর ১৯-তম ওভারে বল হাতে আসেন যুজবেন্দ্র চহাল (Yuzvendra Chahal) একেই ওভারে পরপর দু'টি উইকেট তুলে নেন। আর মাত্র ৬০ ইনিংসে ১০০ টি উইকেট পেলেন চহাল। ভারতীয় ক্রিকেটে তৈরি হল আর এক নতুন রেকর্ড। চহালের দ্বিতীয় ওভারে উঠে আসে আরও একটি উইকেট। ২২-তম ওভারে আরও একটি উইকেট পেয়ে যান প্রসিধ কৃষ্ণা (Prasidh Krishna)। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান ওয়েস্ট ইন্ডিজের। যথেষ্ট চাপে ওয়েস্ট ইন্ডিজের দল।

এবার দেখে নেওয়া যাক ভারতের ওয়ানডে ক্রিকেটের সফর :

▪︎ ভারতের ১০০০-তম ওয়ানডে ম্যাচ। অনুষ্ঠিত হচ্ছে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

▪︎ ভারতের প্রথম একদিনের ম্যাচ হয়েছিল ১৯৭৪ সালে। এই একদিনের ম্যাচের অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকর। ভারত বনাম ইংল্যান্ড মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচ।

▪︎ ৫০-তম ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৮৩ সালে। এই ম্যাচের অধিনায়ক ছিলেন কপিল দেব। হয়েছিল ভারত বনাম পাকিস্তানের মধ্যে। এই একই বছর কপিল দেবের অধিনায়কত্বে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে।

▪︎ ১০০-তম ওয়ানডে ম্যাচের অধিনায়কও ছিলেন কপিল দেব। ১৯৮৬ সালে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে হয়েছিল এই ম্যাচ।

▪︎ ২০০-তম ম্যাচ একদিনের ম্যাচ হয়েছিল ১৯৯২ সালে। অধিনায়ক ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে।

▪︎ ৩০০-তম ওয়ানডে ম্যাচের অধিনায়ক ছিলেন ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর। ১৯৯৬ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে হয়েছিল এই খেলা।

▪︎ ৪০০-তম ম্যাচের অধিনায়ক ছিলেন ফের মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯৯ সালে কেনিয়ার বিরুদ্ধে।

▪︎ ৫০০-তম ম্যাচ ছিল ২০০২ সালে। অধিনায়ক ছিলেন কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি।

▪︎ ৬০০-তম ম্যাচের অধিনায়ক ছিলেন বীরেন্দ্র সেহবাগ। ২০০৫ সালে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল এই ম্যাচ।

▪︎ ৭০০, ৮০০, ৯০০-তম ম্যাচের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। হয়েছিল যথাক্রমে ২০০৮, ২০১২ এবং ২০১৬ সালে।

▪︎ আর ১০০০-তম ম্যাচ আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অধিনায়ক হিটম্যান রোহিত শর্মা।

উল্লেখ্য, ভারতই একমাত্র ক্রিকেট দল যে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১০০০ টি ম্যাচ খেলছে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ৯৫৮ টি ম্যাচ খেলেছে। তৃতীয় স্থানে পাকিস্তান। এখনও পর্যন্ত পাকিস্তানের একদিনের ম্যাচের সংখ্যা ৯৩৬।