CWG 2022: নতুন ইতিহাস! শঙ্কর ও সৌরভের হাত ধরে দেশে হাইজাম্প এবং স্কোয়াশে এল পদক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/08/2022   শেষ আপডেট: 04/08/2022 9:52 a.m.
https://twitter.com/India_AllSports

বাংলার নতুন গর্ব, স্কোয়াশে পদক জিতলেন সৌরভ ঘোষাল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ নিয়ে প্রথমে তৈরি হয়েছিল জটিলতা। বাধ্য হয়ে তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়। আদালতের নির্দেশে তাঁর চলতি কমনওয়েলথ গেমসে যোগদানের সুযোগ ঘটে। সেই তিনিই ইতিহাস তৈরি করলেন। ভারতের কমনওয়েলথ গেমসের ইতিহাসে এই প্রথম হাইজাম্পে পদক জিতলেন তিনি। নিজের স্বপ্নপূরণের পাশাপাশি কমনওয়েলথ গেমসের মঞ্চে এক নতুন ইতিহাস গড়লেন।

তেজস্বীন শঙ্কর (Tejaswin Shankar) চলতি কমনওয়েলথ গেমসে হাইজাম্পে ব্রোঞ্জ পেলেন। এই প্রথম কোন অ্যাথলিট এই বিভাগে পদক জিতলেন। এ এক দারুণ গর্বের মুহূর্ত। তাঁকে দেখেই লক্ষ লক্ষ তরুণ-তরুণী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবেন। ভারতের তেজস্বীন শঙ্কর বুধবার বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের হাইজাম্প ফাইনালে ২.২২ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক জিতেছেন।

এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যারপরনাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, "ইতিহাস গড়লেন তেজস্বীন শঙ্কর। তিনি কমনওয়েলথ গেমসে আমাদের প্রথম হাইজাম্পে পদক জিতেছেন। ব্রোঞ্জ পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। তাঁর প্রচেষ্টায় গর্বিত। তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা। তিনি সাফল্য অর্জন অব্যাহত রাখুন।"

অন্যদিকে, বাংলার সৌরভ ঘোষালের (Sourav Ghosal) হাত ধরে স্কোয়াশের সিঙ্গেলসে এল পদক। বাংলার সোনার ছেলে অচিন্ত্য শিউলির পর সৌরভ ঘোষাল নতুন রেকর্ড করলেন। বাংলা তথা গোটা দেশের কাছে নজির তৈরি করেছেন সৌরভ।

তৃতীয় স্থানের লড়াইয়ে সৌরভ ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভারতকে বার্মিংহ্যাম থেকে ১৫ তম পদক এনে দিয়েছেন। ম্যাচের ফল সৌরভের পক্ষে ১১-৬, ১১-১, ১১-৪। ম্যাচের রেজাল্ট থেকেই পরিষ্কার গোটা ম্যাচেই সম্পূর্ণ আধিপত্য ছিল সৌরভের। কোনও সময়ই উইলস্ট্রপ তাঁকে চ্যালেঞ্জের সামনে ফেলতে পারেননি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভের সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, "আমাদের সবার জন্য আরেকটি গর্বের মুহূর্ত যেহেতু পশ্চিমবঙ্গের সৌরভ ঘোষাল কমনওয়েলথ গেমস ২০২২-এ স্কোয়াশে ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার সাফল্য দেশের অগণিত মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনার ভবিষ্যতের সব প্রচেষ্টার জন্য শুভকামনা!"