কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক পেলেন ১৯ বছরের জেরেমি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/07/2022   শেষ আপডেট: 31/07/2022 4:17 p.m.
instagram.com/jeremy_lalrinnunga

কমনওয়েলথ গেমসে চলতি বছরে দ্বিতীয় স্বর্ণপদক এল ভারতে

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) জয়জয়কার। ফের এল সোনার পদক (Gold)। কমনওয়েলথ গেমসের (CWG 2022) তৃতীয় দিনে ভারতে এল পঞ্চম পদক। ছেলেদের ৬৭ কেজির ফাইনালে ভারতীয় ভারোত্তোলক মধ্যে ছিলেন ১৯ বছরের জেরেমি লালরিন্নুঙ্গা (19 y/o Jeremy Lalrinnunga Won Gold)। তাঁর হাত ধরেই চলতি বছরের দ্বিতীয় স্বর্ণপদক এল ভারতে।

শনিবার ভারোত্তোলনে চারটি পদক জিতেছিল ভারত। রবিবারও কমনওয়েলথ গেমসে সেই খেলাতেই এল পদক। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় হাত ধরে। উল্লেখ্য, ক্লিন ও জার্ক বিভাগে ১৫৪ কিলো তুলতে গিয়ে পায়ে চোট পান জেরেমি। সেই চোটও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ফিরে এলেন ১৬০ কিলো তুলতে। ব্যথা ভুলে ভারতের নাম রাখলেন জেরেমি।