লিগের শেষ ম্যাচে হেরে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হাতছাড়া এটিকে মোহনবাগানের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/03/2021   শেষ আপডেট: 01/03/2021 6:13 a.m.
মুম্বাই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান @facebook/IndianSuperLeague

মুম্বাই সিটি এফসি সঙ্গে ম্যাচের ব্যবধান ছিল ২-০

এটিকে মোহনবাগানকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে গেল মুম্বাই সিটি এফসি। অন্যদিকে সেমি ফাইনালের আগে লীগ পর্যায়ে টা কিন্তু খুব একটা ভালো গেলোনা এটিকে মোহনবাগানের কাছে। মুম্বাই সিটি এফসি কাছে হেরে তারা একেতো খোয়ালো শীর্ষস্থান, উল্টোদিকে আবার এফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে সরাসরি খেলার যোগ্যতা হাতছাড়া করল সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে সুযোগএর সৎব্যবহার করলো মুম্বাই সিটি এফসি। সেমিফাইনালে তারা খেলতে চলেছে এফ সি গোয়ার বিরুদ্ধে। অন্যদিকে মোহনবাগানের প্রতিপক্ষ হতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড।

গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ, আর এই ম্যাচ নির্ধারণ করে দেবে কে থাকবেন এক নম্বরে কে থাকবেন দুই নম্বরে। মৌসুমের প্রথম থেকে মুম্বাই সিটি এফসি লিগ তালিকার প্রথম স্থানে থাকলেও পরে এটিকে মোহনবাগান তাদেরকে ছাপিয়ে অনেকটা এগিয়ে যায়। শেষ মুহূর্তে কাম ব্যাক করে মুম্বাই সিটি, আর এই ম্যাচে হারিয়ে তারা হয়ে গেল গ্রুপ পর্যায়ের টপার। এদিনকার ম্যাচে প্রথম থেকেই কার্ড সমস্যা ছিল মোহনবাগান এর কাছে। শুভাশিস বোস এর পরিবর্তে শুরু করেন প্রণয় হালদার। জাভি হার্নান্দেজ এর জায়গায় প্রথম একাদশে স্থান পান মার্সেলিনো। প্রথম দিক থেকেই মুম্বাই সিটি এফসি গোলের জন্য চেষ্টা করতে থাকে। মাত্র ৭ মিনিটের মাথায় প্রথম গোল করে মুম্বাই সিটি এফসি। তারপর থেকেই মুম্বাই ছিল এই ম্যাচে বেশ কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে। ৩৯ মিনিটে আছে দ্বিতীয় গোল মুম্বাই সিটি এফসির পক্ষে। প্রথমার্ধে ২-০ তে শেষ করে মুম্বাই। দ্বিতীয়ার্ধে আর কোন দল কোন গোল করতে পারেনি। প্রথমার্ধের দুটি গোলের সুবাদে মোহনবাগানকে হারিয়ে মোক্ষম সময়ে লিগের শীর্ষস্থান দখল করল আবার মুম্বাই সিটি এফসি। পারস্পরিক সাক্ষাতে এগিয়ে থাকার জন্য, পয়েন্ট তালিকায় সমান হলেও অ্যাডভান্টেজ গ্রহণ করল মুম্বাই সিটি এফসি।