Skin Care : অ্যালোভেরার উপকারিতা, জানুন খুঁটিনাটি তথ্য
অ্যালোভেরায় ৭৫টি সম্ভাব্য সক্রিয় উপাদান রয়েছে
নিজের ত্বক নিয়ে কম-বেশি আমরা অনেকেই চিন্তিত। কখনও ব্রণের সমস্যা, কখনও কালো ছোপ দাগ কিংবা র্যাশ, উদ্বেগ লেগে থাকে অধিকাংশেরই। চটজলদি নিরাময় পেতে আমরা প্রায়শই ভরসা করি নানান ফ্রেশওয়াশ, ক্রিম কিংবা ওষুধের ওপর। কখনও উপকার মেলে, কখনও আবার উল্টোটাই। এসবের মাঝে আমরা ভুলে যাই প্রাকৃতিক ভাবে প্রতিকারের কথা।
প্রাকৃতিক উপাদানের মধ্যেই এক অন্যতম উপকরণ হল, অ্যালোভেরা (Aloevera) যাকে আমরা অনেকেই ঘৃতকুমারী বলে জানি।
■ কী এই অ্যালোভেরা? এটি একটি ক্যাকটাস জাতীয় গাছ। আফ্রিকার মরুভূমি অঞ্চলে এই গাছের উৎপত্তি। বহু প্রাচীন কাল থেকেই ভেষজ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরার ব্যবহার পাওয়া যায়। সেই থেকেই বর্তমানে সারা বিশ্বে ছেয়ে গেছে অ্যালোভেরা।
■ অ্যালোভেরায় কী কী উপাদান থাকে? অ্যালোভেরা জেল-এ ৭৫টি সম্ভাব্য সক্রিয় উপাদান রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে ভিটামিন, এনজাইম, খনিজ, কার্বোহাইড্রেট, লিগনিন, স্যাপোনিন, স্যালিসিলিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড।
■ কেমন ত্বকের ক্ষেত্রে ব্যবহার হয় অ্যালোভেরা? অ্যালোভেরা সংবেদনশীল এবং তৈলাক্ত উভয় ধরনের ত্বকের জন্য একটি কার্যকরী ময়েশ্চারাইজার।
■ কী কী উপকার করতে সহায়ক অ্যালোভেরা?
▪︎রোদে পোড়া দাগছোপ দূর করে অ্যালোভেরা।
▪︎ ব্রন এবং ব্ল্যাকহেডস মোকাবিলা করে অ্যালোভেরা।
▪︎চোখের নিচের ডার্ক সার্কেল হালকা করতে এবং হাইপারপিগমেন্টেড জায়গাগুলিকে ঠিক করতে সাহায্য করে।
▪︎ চুল পড়া ও খুশকির সমস্যা দূর করে অ্যালোভেরা।
▪︎বয়সের ছাপ, বলিরেখা দূর করে অ্যালোভেরা।