আর নয় একঘেয়ে উপহার, এবার রাখীপূর্ণিমার উপহার হোক নান্দনিক, জেনে নিন ১০ টি সেরা আইডিয়া
আগামীকাল বৃহস্পতিবার রাখিবন্ধন
দিন পেরোলেই রাখীপূর্নিমা। যদিও বাঙালিদের কাছে ভাইফোঁটা অগ্রাধিকার পেয়ে থাকে, তবে বলিউডি কালচার অনুসরণ করে আজকাল রাখীও ভীষণ তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। আগামীকাল রাখীবন্ধন (Raksha Bandhan)। রাখী পড়ানোর পর ভাইদের বোনকে উপহার দিতে হয়। যদি আপনি কি উপহার (Gift) দেবেন তা এখনও ঠিক না করে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আসুন জেনে নিন আপনি কি কি ধরণের উপহার দিতে পারবেন নিজের বোনকে।
কাস্টমাইজড উপহার:
এক্ষেত্রে আপনি কুশন,ফটোফ্রেম, ছবি, শোপিস ইত্যাদি উপহারে দিতে পারেন, যা আপনার বোন ঘর সাজাতে ব্যবহার করবে।
আর্থিক উপহার:
এক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কাগজ, বোনের নামে ফিক্সড ডিপোজিট, টাকা, গোল্ড ইটিএফ ইত্যাদি উপহারে দিতে পারেন।
হাতে বানানো উপহার:
হ্যান্ডমেড গিফ্ট সবাই পছন্দ করে। এর মাধ্যমে বোঝা যায় আপনি তার জন্য সময় বের করে কিছু বানিয়েছেন। এক্ষেত্রে হাতে বানানো কার্ড, শো পিস, চিঠি, গয়না, ছবি এঁকে ফ্রেম করে দিতে পারেন।
সেলিব্রিটিদের দিয়ে ভিডিও মেসেজ:
আপনার বোন যদি কোনো তারকার ডাই হার্ড ফ্যান হয়ে থাকে তবে খাটুনি করে সেই তারকার সঙ্গে যোগাযোগ করে আপনার বোনের জন্য সেই তারকাকে দিয়ে কিছু বলিয়ে তা ভিডিও রেকর্ড করে বোনকে উপহারে দিতে পারেন।
স্বাস্থ্য সম্পর্কিত উপহার:
আপনার বোন যদি সবসময় ব্যস্ত থেকে থাকে তবে তার জন্য আপনি একটি জিমের মেম্বারশিপ কিনে দিতে পারেন বা দিতে পারেন সাইকেল, স্পোর্ট শ্যু বা কোনো ফিটনেস গ্যাজেট। অথবা প্রোটিন পাউডার জাতীয় জিনিসপত্রও দিতে পারেন।
ভাউচার:
যদি আপনি একেবারেই তার পছন্দ অপছন্দ বিষয়ে অজ্ঞ হন তবে সবচেয়ে ভালো উপহার হল ভাউচার। এক্ষেত্রে তাঁর যা পছন্দ তা সে এই ভাউচার ভাঙিয়ে কিনে নিতে পারবেন।
ইলেকট্রনিক্স গেজেট:
এক্ষেত্রে তো অপশনের কমতি নেই। স্মার্টওয়াচ, স্মার্টচশমা, স্মার্টফোন, হেডফোন, ট্যাব, স্পিকার, আইফোন, স্মার্ট মিরর যা খুশি দিতে পারেন। যদি বাজেট বেশী হয় তবে সদ্য লঞ্চ হওয়া আইফোন ১৪ দিতে পারেন উপহারে।
বই বা কিন্ডল:
যদি আপনার বোন পড়তে ভালোবাসে তবে বই দিন। তবে তার আগে আপনাকে তাঁর বইয়ের টেস্ট সম্পর্কে জানতে হবে। নতুবা কিন্ডল উপহারে দিতে পারেন।
প্যাম্পার হ্যাম্পার:
এটি আর কিছুই নয়, সাবান, শ্যাম্পু, ময়শ্চারাইজার, কসমেটিক্স, চকলেট, পারফিউম ইত্যাদি যা যা তাঁর নিত্যদিনের সঙ্গী সেগুলি দিতে পারেন উপহারে।
গাছ:
বর্তমানে গাছ উপহারে দেওয়ার প্রবণতা বেড়েছে। এক্ষেত্রে গাছটি ইনডোর প্লান্ট হলে ভালো হয়। সুন্দর টাবে বসানো ক্যাকটাস, পাথরকুচি আরও নানা বাহারী ছোটো গাছ আপনি দিতে পারেন উপহারে।
তবে আর দেরী কিসের। গড়পড়তা জামা আর টাকার খামের বদলে এবার একটু ক্রিয়েটিভ আর অ্যাস্থেটিক হোন। আর বোনকে খুশী করে দিন রাখীর দিন।