Diwali 2022: পরিবেশবান্ধব দ্রব্যই হোক দীপাবলির আকর্ষণ, সঙ্গে থাকুক অভিনবত্ব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/10/2022   শেষ আপডেট: 15/10/2022 11:08 p.m.
unsplash.com

আলোর উৎসব হোক দূষণ মুক্ত

শহর জুড়ে এখন কেবল আনন্দের মরশুম। দুর্গা পুজোর পর বাঙালির শ্যামা মায়ের আরাধনায় মেতে ওঠবার দিন আগত। আর এই উৎসব যেমন আলোর, তেমনই কিন্তু বিভিন্ন রকম বাহারের। পোশাক থেকে ঘরোয়া কেনাকাটার এটি আদর্শ সময়। কারণ নিজের সঙ্গে যে নিজের বাড়িও সেজে ওঠে এই উৎসবকে কেন্দ্র করে। তাই এবারে যদি আমাদের কেনাকাটায় একটু নতুনত্বের ছোঁয়া থাকে? যদি পরিবেশবান্ধব (Eco friendly), টেকসই (Sustainable) দ্রব্যে ভরে ওঠে আমাদের বাড়ি? আজ সেই খোঁজই দেবে পরিদর্শক আপনাদেরকে।

টেকসই অলঙ্করণ- উৎসব মানেই নানারকম ঝাঁ চকচকে অলঙ্করণে সেজে ওঠা। কিন্তু এবার যদি সেই অলঙ্করণ আপনি একটু টেকসই হিসেবে কেনেন? অর্থাৎ এটি যেমন সাশ্রয়ও ঘটাবে, তেমনই পরেও আপনাকে আরাম দেবে। অনেক ফ্যাশনিস্তা থেকে তারকারা ঝুঁকেছেন টেকসই পোশাকের দিকে। শুধু পোশাক নয়, গয়নার দিকেও খেয়াল রাখতে হবে তা যেন পরিবেশবান্ধব উপাদানে তৈরি হয়। প্লাস্টিক বা পরিবেশ দূষণ ঘটায় এমন জিনিস না কেনাই ভাল।

আলো - দীপাবলি (Diwali) আলোর উৎসব। তাই আলো দিয়ে বাড়ি সাজবে না, এমন হয়না। এল.ই.ডি লাইট (LED Light) যেমন টেকসই, তেমন পরিবেশ দূষণের জন্য দায়ী নয়। অনেক বছর ব্যবহার করতে পারবেন এই আলোকে। একেক বছর একেক রকম ডেকরেশন করে এই টেকসই আলোর ব্যবহার করা যায়।

বাড়ি সাজানোর ক্ষেত্রে - রাসায়নিক রং বা প্লাস্টিকের ফুল ব্যবহার না করে, জৈব রং এবং আসল ফুল বেছে নিন বাড়ি সাজানোর জন্য। পারলে মাটি দিয়ে ছোট ছোট পুতুল তৈরি করেও সাজাতে পারেন। প্লাস্টিকের তৈরি দ্রব্য ব্যবহার না করাই শ্রেয়।

উপহার - উপহার পেতে যেমন ভালো লাগে, তেমনই দিতেও। তাই উপহারের ক্ষেত্রে দেখবেন, যে আবেগবশত আপনি প্রদান করছেন, সেই আবেগ যেন দীর্ঘস্থায়ী হয়। পুনর্ব্যবহারযোগ্য কোনও বস্তুই দিতে পারেন গ্রহীতাকে।