ইডেনে ম্যাচ শুরুর আগে আবারও ঝড়বৃষ্টি, চলবে ২ ঘন্টা যাবৎ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/05/2022   শেষ আপডেট: 25/05/2022 7 p.m.
instagram.com/street_licious_

গতকালও কলকাতার বেশ কিছু এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে

গত কয়েকদিন ধরেই রাজ্যে ঝড়-বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হচ্ছে (Rainfall Update Today)। গতকালও কলকাতার বেশ কিছু এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। পূর্বাভাস ছিল আজও হবে বৃষ্টি।

সেই মতোই বুধবার ইডেনে আইপিএল-এর ম্যাচ শুরুর আগে আবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাল, আগামী দু’ঘণ্টার মধ্যে কলকাতায় ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মহানগরী ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই সেই রেশ শুরু হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে,  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ দিনভর আদ্রতা জনিত অস্বস্তি থাকার পর, এহেন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা , হুগলি, পুরুলিয়া , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে শনিবার অবধি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে।