অল্পের জন্য রক্ষা পেল গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেন

স্পন্দন চট্টোপাধ্যায়
প্রকাশিত: 21/10/2020   শেষ আপডেট: 21/10/2020 12:42 a.m.

চালকের তৎপরতায় রক্ষা, আহত বা হতাহতের খবর নেই

পুজোর মুখে চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেন (০৫০৪৮)। মঙ্গলবার সিলৌত ও সিহো স্টেশনের মাঝামাঝি ট্রেনের দুটি বাতানুকলিন বগি লাইনচ্যুত হয়ে যায়। চালকের তৎপরতায় সঙ্গে সঙ্গে ট্রেনের গতি কমিয়ে এড়ানো গেছে বড় দুর্ঘটনা। ট্রেনের যাত্রীদের দাবী, বিহারের মুজফফর পুর স্টেশন ছাড়ার পরেই প্রচন্ড শব্দে ট্রেনের দুটি এসি কামরা রেললাইন থেকে প্রায় ২ ফুট লাফিয়ে ওঠে। যদিও এখন অবধি কোন হতাহতের খবর নেই, তবু দুর্ঘটনার পর সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে:

হাজিপুর- ০৬২২৪-২৭২২৩০ সোনপুর- ০৬১৫৮-২২১৬৪৫ এবং ০৬১৫৮-২৬২৯৬০ সমস্তিপুর- ০৬২৭৪-২৩২২২৭ মুজফফরপুর- ৮৩৪০৬৪৪৯৮৬

পুজোর মরসুমে সরকার ৩৯২ টি স্পেশাল ট্রেন চালু করেছে যেগুলি ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।