"তৃণমূল ওঁকে ঝুনঝুনি ছাড়া কিছুই দেবে না", বাবুলকে কটাক্ষ দিলীপের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/11/2021   শেষ আপডেট: 16/11/2021 11:46 a.m.
-

বাবুল কলকাতার ভোটারই নন! কটাক্ষ দিলীপ ঘোষের

কয়েকদিন যাবৎ বিতর্কের মূলে ছিলেন দিলীপ-তথাগত (Dilip Ghosh, Tathagata Roy)। একই দলের (BJP) দুই গুরুত্বপূর্ণ নেতা। অথচ দ্বন্দ্ব কমছে না বিন্দুমাত্র। এখনও সে ঝড় থামেনি। আর তার মধ্যেই রাজনীতির আঙিনায় বাসা বেঁধেছে নয়া বিতর্ক। নাম "বাবুল-দিলীপ" (Babul Supriyo, Dilip Ghosh)। একজন প্রাক্তন, একজন বর্তমান। কাজেই সম্পর্ক বেশ সুমধুর নয়।

গত দু'দিন যাবৎ জল্পনা তৈরি হয়েছে, আসন্ন কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয়কে মেয়র পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে তৃণমূল (Trinamool)। সেই নিয়েই দিলীপ ঘোষের কটাক্ষ, "তৃণমূল ওঁকে ঝুনঝুনি ছাড়া কিছুই দেবে না।’’

দিলীপ ঘোষের দৃঢ় বিশ্বাস, "তৃণমূল বাবুলের জন্য কিছুই করবে না।" প্রসঙ্গত, অন্যান্য দিনের মতোন আজকেও সকালে ইকো-পার্কে শরীরচর্চার জন্য গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের এমন বক্তব্য। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "বাবুল কবে কলকাতায় কাজ করলেন? উনি তো কলকাতার ভোটারই নন!"