শ্যালিকার গয়না চুরি করল বাড়ির জামাই, তদন্তে কিনারা বেলেঘাটা পুলিশের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/01/2021   শেষ আপডেট: 26/01/2021 8:51 p.m.
চোর @pixabey

বেলেঘাটা থানার পুলিশ বাড়ির জামাই পার্থসারথি ঘোষকে গ্রেফতার করেছে

শহরে ফের এক আজব চুরির ঘটনা প্রকাশ্যে এল। এবার নবদম্পতির বিয়ের পরেই তাদের ঘর থেকে গয়না চুরি হওয়ার অভিযোগ উঠলো। কিন্তু ঘটনার তদন্ত করতে নেমে পুলিশ বেশ আশ্চর্যজনক তথ্য পায়। পুলিশ তদন্ত করে জানতে পারে এই চুরি করেছে তাদের বাড়ির জামাই। পরে বেলেঘাটা থানার পুলিশ বাড়ির জামাই পার্থসারথি ঘোষকে গ্রেপ্তার করে। আসলে বেহালার রায়বাহাদুর রায় রোডের পরিবারের মেয়ে ১৭ জনুয়ারি বিয়ে করেন। তার বাড়িতে প্রায় ৮ লাখ টাকার গয়না আলমারিতে তোলা ছিল। কিন্তু তারা ১৯ জানুয়ারি তাদের ঘরে গয়না খুঁজে পাই নি। তাই তারা সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানায়।

বেলেঘাটা থানার পুলিশ তদন্তে নেমে বুঝতে পারে এই চুরি পরিবারের কেউ করেছে। তাই তারা পরিবারের সমস্ত লোকজন এবং যারা যারা ঐ ঘরে ঢুকেছিল তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর বাড়ির জামাই জেরার মুখে ভেঙে পড়েন এবং স্বীকার করে নেয় তার দোষ। আসলে দীর্ঘদিন ধরেই লকডাউন পড়ে যাওয়ায় ওই ব্যক্তির ব্যবসায় ক্ষতি হয়েছিল। তাই সে অত গয়না দেখে লোভ সামলাতে না পেরে চুরি করেছিল। পুলিশ ওই ব্যক্তির বাড়ি থেকে চুরি করা গয়না উদ্ধার করেছে এবং ধৃত ব্যক্তিকে আটক করেছে।