ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কাল পথে নামছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/07/2021   শেষ আপডেট: 04/07/2021 6:46 p.m.
-

পুলিশ অনুমতি না দিলেও সোমবার বিজেপির কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি হবেই, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Kasba Fake Vaccine Case) প্রতিবাদে এবার সোমবার পথে নামার সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কড়া হুঁশিয়ারি, পুলিশ অনুমতি না দিলেও সোমবার বিজেপির কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি হবেই। এদিন দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, "তৃণমূল বা অন্য কোনও রাজনৈতিক দল কর্মসূচি পালন করলে কোনও সমস্যা নেই। যত সমস্যা বিজেপির বেলায়।"

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "পুলিশের ইচ্ছায় তো আমরা কর্মসূচির আয়োজন করিনি। সাধারণ মানুষের ওপরে যে অন্যায়-অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করার অধিকার বিরোধীদের রয়েছে। কোথায় মহামারি আইন? সব তো স্বাভাবিক। রাস্তায় গাড়িঘোড়া চলছে। তৃণমূল থেকে শুরু করে সব রাজনৈতিক দল কর্মসূচি পালন করছে। সেখানে মহামারি আইন বলে কিছু আছে কি? দুমাস ধরে সরকারের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আদালতের নির্দেশের পরেও সরকার আছে যে তা টের পাওয়া যাচ্ছে না। পুলিশ তার কাজ করবে, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। সোমবার বিজেপির কলকাতা পুরসভা ঘেরাও কর্মসূচি হবেই।"

তবে করোনা মোকাবিলায় রাজ্যজুড়ে জারি রয়েছে একাধিক বিধিনিষেধ। তাই পুরসভা অভিযানের অনুমতি পায়নি গেরুয়া শিবির। করোনার বিধিনিষেধ লাগু থাকায় রাজনৈতিক কর্মসূচিতে ৫০ জনের বেশি জমায়েতের অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেকথা মানতে নারাজ দিলীপবাবু। নির্দিষ্ট সময়ে মিছিল হবেই, পাল্টা হুঁশিয়ারি তাঁর। তাই সোমবার পুলিশি বাধা অগ্রাহ্য করে পুরসভা অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। 

উল্লেখ্য, গত মাসেই সামনে আসে কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। তারকা সাংসদ মিমি চক্রবর্তী এব্যাপারে কলকাতা পুরসভায় অভিযোগ জানান। এরপরেই ভুয়ো আইএস অফিসার দেবাঞ্জন দেবের কীর্তি প্রকাশ্যে আসে।