সুদীপ্ত সেনের চিঠি সিবিআইয়ের হাতে তুলে দিল আদালত, চাপে শুভেন্দু সহ আরো অনেক নেতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/02/2021   শেষ আপডেট: 02/02/2021 5:29 a.m.
-

সিবিআই এর হাতে সুদীপ্ত সেনের জেলে বসে লেখা চিঠি তুলে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

জেলে বসে সারদা-কর্তা সুদীপ্ত সেন যে চিঠি লিখেছিলেন সেটা এবারে সিবিআই এর হাতে তুলে দিল আদালত। সোমবার সিবিআইয়ের আইনজীবীর হাতে চিঠি তুলে দিয়ে আলিপুর আদালত এর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যাপারটি খতিয়ে দেখার নির্দেশ দিলেন সিবিআইকে। ওই চিঠিতে নাম রয়েছে শুভেন্দু অধিকারী, বিমান বসু, সুজন চক্রবর্তী সহ একাধিক নেতার। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এই সারদা মামলায়। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে সারদা-কর্তা সুদীপ্ত সেন জেলে বসে ওই চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি নাম নিয়েছেন শুভেন্দু অধিকারী, বিমান বসু, সুজন চক্রবর্তী এবং অধীর রঞ্জন চৌধুরীর।

এই সিদ্ধান্তের পরে চাপ আরও বাড়ল এই নেতাদের উপরে। চিঠিতে সুদীপ্ত সেন লিখেছেন, "শুভেন্দু অধিকারী নিয়েছেন ৬ কোটি টাকা, সুজন চক্রবর্তী নিয়েছেন ৯ কোটি, বিমান বসু নিয়েছেন ২ কোটি টাকা এবং অধীর চৌধুরী নিয়েছেন ৬ কোটি টাকা।" ভোটের আগে এই নতুন মামলা নিয়ে বর্তমানে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনের আগে সকল নেতা-নেত্রীরা তাদের ইমেজ একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চান। তারমধ্যে সুদীপ্ত সেনের এই চিঠি বিস্তর জল্পনা তৈরি করেছে। গোয়েন্দারা এর ভিত্তিতে কাউকে গ্রেফতার করেন কিনা সেটাই এখন দেখার।