অতিরিক্ত বিলের অভিযোগ, আমরি’কে অভিনব শাস্তি স্বাস্থ্য কমিশনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/08/2021   শেষ আপডেট: 04/08/2021 9:57 p.m.
By Biswarup Ganguly, CC BY 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=31704531

অতিরিক্ত এবং অসম বিলের অভিযোগে আমরি হাসপাতালকে শাস্তির কথা শোনাল রাজ্য স্বাস্থ্য কমিশন

শহরের অন্যতম বড় হাসপাতালগুলির একটা আমরি। এই শহরে তাঁদের তিনটি শাখা হাসপাতাল। আর তিন হাসপাতালে একই কাজের তিন রকম চার্জ। তা সে হসপিটালের বেডই হোক বা কোনও মেডিক্যাল টেস্ট। আর এই অতিরিক্ত এবং অসম বিলের অভিযোগে আমরি হাসপাতালকে শাস্তির কথা শোনাল রাজ্য স্বাস্থ্য কমিশন। এক্ষেত্রে শাস্তিটিও ছিল বেশ অভিনব।

শাস্তি হিসেবে তিন হাসপাতালের লাগোয়া তিন বস্তিতে শিশুদের জন্য মেডিক্যাল কাম্প গঠনের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। ২ মাসের জন্য এই মেডিক্যাল ক্যাম্প বাধ্যতামূলক করার নির্দেশ দেন তাঁরা এদিন। পাশাপাশি ১২ বছরের কম বয়সিদের জন্য বেবিফুডের ব্যবস্থার কথাও এদিন ঐ তিন হাসপাতালকে বলেন তাঁরা। শুধু তাই নয়, অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করে বিনামুল্যে চিকিৎসা করার মতোও ‘আভিনব সাজা’ শোনা গেল স্বাস্থ্য দপ্তরের নির্দেশে। তবে এই শাস্তি কেবলমাত্র বিরলই নয়, সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে এক অসাধারন পদক্ষেপও বটে।