SSC দুর্নীতির মামলায় এবার তদন্তভার পেতে পারে ইডি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/04/2022   শেষ আপডেট: 14/04/2022 4:30 p.m.
-twitter

কীসের বিনিময়ে পাশ না করেই ৬০৯ জন পেল চাকরি?

SSC দুর্নীতির মামলায় এবার তদন্তভার পেতে পারে ইডি (ED)। মনে করা হচ্ছে, বেআইনি লেনদেন হয়েছে SSC দুর্নীতিতে। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের সঙ্গে ইডি আধিকারিকদের এ বিষয়ে আলোচনা চলছে। সব কিছু ঠিকঠাক চললে মে মাসেই তদন্তভার পেতে পারে ইডি। কোনও টাকাপয়সার লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তদন্ত করবে ইডি।

সূত্রের খবর, দিল্লির সদর দফতরের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে এই মামলা নিয়ে। কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন ইডি অফিসারেরা। বলাবাহুল্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সম্পত্তি আগেই বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। যদিও পরে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।

তবে বর্তমানে SSC দুর্নীতির মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছেন আধিকারিকরা। অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির হিসেব খতিয়ে দেখে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।