চাকরির দাবিতে SSC পরীক্ষার্থীরা বিক্ষোভ জানাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/03/2021   শেষ আপডেট: 23/03/2021 9:12 p.m.
SSC পরীক্ষার্থীদের বিক্ষোভ @twitter

"চাকরি চাই" প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা কালীঘাট রোডে শুয়ে পড়ে

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বাংলার মানুষকে খুশি করার জন্য একাধিক প্রকল্প আনছে। শাসকদল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বাংলার জন্য কল্পতরু হয়ে উঠেছিলেন। কিন্তু এরইমধ্যে নির্বাচন প্রাক্কালে বাংলায় তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়িয়ে SSC পরীক্ষার্থীরা আজ অর্থাৎ মঙ্গলবার চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালীঘাট রোডে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখায়। তারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় শুয়ে পড়ে। কোন প্ল্যাকার্ডে লেখা আছে, "চাকরি চাই" আবার কোথাও লেখা আছে, "চাকরি না পেয়ে আমরা পুনরায় মুখ্যমন্ত্রীর দুয়ারে।"

SSC পরীক্ষার্থীদের বিক্ষোভের জেরে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের হটাতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ বাহিনী পৌঁছে যায়। তাদের হঠাতে চেষ্টা করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের খন্ডযুদ্ধ বেঁধে যায়। শেষপর্যন্ত পুলিশ SSC পরীক্ষার্থী বিক্ষোভকারীদের ভ্যানে তুলে লালবাজারে পাঠিয়ে দেয়। বিক্ষোভকারীরা অভিযোগ জানিয়েছে, "নবম-দশম শ্রেণীর মেধাতালিকায় তাদের নাম আছে। কিন্তু তাদের চাকরি দেওয়া হয়নি। এর আগেও তারা চাকরির দাবিতে অনশন করেছে। তখন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও এখনো তারা চাকরি পায়নি। তাই বাধ্য হয়ে আবারো পথে নেমেছে তারা।" ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

-twitter