সবাইকে কাঁদিয়ে সংসার ছেড়ে চলে গেলেন অপু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/11/2020   শেষ আপডেট: 15/11/2020 10:41 p.m.
-

গান স্যালুট বিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে

থেমে গেল দীর্ঘ ৪০ দিনের জীবন-মরণ লড়াই। বেলভিউ নার্সিংহোমে আজ দুপুর ১২.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা তথা ভারতীয় সিনেমার নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন তার মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোমে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক সেন, ঋদ্ধি সেন, পরিচালক রাজ চক্রবর্তী সহ টলিউডের একাধিক ব্যাক্তিত্ব। কন্যা পৌলমী চট্টোপাধ্যায় হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন। শেষ মুহূর্ত পর্যন্ত সবরকম সাহায্যের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপর সৌমিত্রর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গলফগ্রীনের বাড়িতে। সেখানে কিছুক্ষণ তার দেহ রাখার পর শেষবারের মত তাকে নিয়ে আসা হয় টেকনিশিয়ান স্টুডিওতে। বহু অনুগামী, টেকনিশিয়ান এবং বাংলা চলচ্চিত্রের বহু কর্মী সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

রবীন্দ্র সদনে শায়িত শিল্পীর মরদেহ। -twitter

দুপুর ৩.৩০ নাগাদ রবীন্দ্রসদন এবং তারপর কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয় তাকে। উপস্থিত ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়, আবির চট্টোপাধ্যায় সহ বিমান বসুর মত রাজনৈতিক জগতের মানুষ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়ায় শোকস্তব্ধ গোটা বাংলা। আলোর উৎসবের মাঝে এই ভারতীয় সিনেমায় নেমে এলো এই অদ্ভুত আঁধার এক।