আট বছর পরেও সারদা মামলার তথ্য নেই CBI-এর কাছে, ভর্ৎসনা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/08/2022   শেষ আপডেট: 12/08/2022 2:05 p.m.
কলকাতা হাইকোর্ট

আগামী ৫ সেপ্টেম্বর সারদা মামলা নিয়ে সিবিআইকে আদালতে তথ্য দিতে হবে

সিবিআই (CBI) তদন্তের পর সারদা মামলায় (Saradha Case) কী কী তথ্য উঠে এসেছে? তা জানতে চায় আদালত (High Court)। তবে আট বছর পরেও সারদা কেলেঙ্কারিতে (Saradha Scam) তদন্তের তথ্য দিতে পারেনি সিবিআই (CBI)। আজ হাইকোর্টে, এই নিয়েই কড়া সমালোচনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত শুনানি মুলতুবি রেখেছে আদালত। আগামী ৫ সেপ্টেম্বর এনিয়ে সিবিআইকে আদালতে তথ্য দিতে হবে।

সিবিআইয়ের উদ্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ কড়া ভাষায় বললেন, "২০১৪ সাল থেকে বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। এর পরেও সারদায় কাণ্ডে উঠে আসা তথ্য সম্পর্কে আইনজীবীর কোনও তথ্য নেই? এতদিন পরেও সিবিআইয়ের আইনজাবী আদালতে বক্তব্য রাখতে গিয়ে বলছে ইনস্ট্রাকশনের জন্য সময় নিতে হবে!"