আজ নবান্নে মমতার সাথে বৈঠকে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/06/2021   শেষ আপডেট: 09/06/2021 11:01 a.m.
মমতা বন্দ্যোপাধ্যায় - রাকেশ টিকায়েত

দিল্লির কৃষক আন্দোলনে সমর্থন ছিল তৃণমূলের

কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিনব্যপী চলে আসা কৃষক আন্দোলনের অন্যতম নেতা হিসেবে অবতীর্ণ হন রাকেশ টিকায়েত। এই আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের সমর্থন জানায় তৃণমূল। বাংলার বিধানসভা নির্বাচনের আগেও বিজেপির বিরুদ্ধে লড়তে মমতাকে সমর্থন জানান আন্দোলনকারী কৃষকরা। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন রাকেশ টিকায়েত ও অন্যান্য নেতৃবৃন্দ।

গতকালই দিল্লি থেকে কলকাতায় আসেন রাকেশ টিকায়েত, অনুজ সিং, যদুবীর সিং। এখানে এসে তাঁরা বড়বাজারের গুরুদ্বারাতে রাত্রিযাপন করেন। কলকাতার কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা অজিত সিং বারি জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই কলকাতায় এসেছেন। কৃষক আন্দোলনের গতিধারা আগামীতে কোন পথে এগোতে পারে, সে নিয়েই বৈঠকে বসবেন তাঁরা। তৃণমূল কৃষক সংগঠন নেতা তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু এদিন তাঁদের নবান্নে নিয়ে আসবেন।

কৃষক আন্দোলনের তৃণমূলের পূর্ণ সমর্থনের ফলস্বরূপ সাংসদ ডেরেক ও ব্রায়ানের নেতৃত্বে একদল প্রতিনিধি পৌঁছান দিল্লির আন্দোলন ক্ষেত্রে। এই সমর্থনে স্বভাবতই আপ্লুত কৃষক নেতারা কেন্দ্রের বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে আন্দোলনকে পৌঁছে দিতে মরিয়া হয়েছেন। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই পারস্পরিক সমর্থন বেশ ইঙ্গিতবহ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।