তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়! পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/06/2021   শেষ আপডেট: 08/06/2021 6:49 p.m.
রাজীব বন্দ্যোপাধ্যায় Twitter

জল্পনাকে স্বীকৃতি দিয়ে তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়?

ইতিমধ্যেই সোনালী গুহ থেকে সরলা মুর্মু কিংবা অমল আচার্য এবং দীপেন্দু বিশ্বাস অনেকেই তৃণমূলে ফিরতে চেয়েছেন। এমনকি গতকালই দলবদলুদের নিয়ে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, "শুধু দলত্যাগীরাই নন, জেতা বিজেপি বিধায়করাও যোগাযোগ করছেন তৃণমূলে আসার জন্য।" এবার এই কথার সঙ্গেই মিলে গেল ডোমজুরের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পোস্ট!

ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানোর সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সঙ্গে করে বিধানসভা থেকে বেরিয়ে এসে রাজীব বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, “যেখানেই যাই, দিদি আমার হৃদয়েই থাকবেন।” এরপরেই ডোমজুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেন তিনি। তবে জিত না হলেও, এদিন রাজীববাবু পোস্ট করেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কোভিড ও যশ- এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা।”

তবে বিজেপিতে থেকেই নিজের দল নিয়ে এমন কথা! তাহলে জল্পনাকে স্বীকৃতি দিয়ে তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়?