R G Kar Hospital : হাসপাতালে জারি অচলাবস্থা, রাজ্য স্বাস্থ্য দফতরের হস্তক্ষেপেও কাটছে না জট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/10/2021   শেষ আপডেট: 18/10/2021 9:26 a.m.
https://www.facebook.com/doctorloser5

হাসপাতালের অচলাবস্থায় ব্যাহত চিকিৎসা পরিষেবা

আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) অচলাবস্থা কোনভাবেই কাটছে না। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা। ডাক্তারি পড়ুয়াদের অনশন অব্যাহত। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বেশ কয়েক বার পড়ুয়াদের সঙ্গে বৈঠকের পরও কাটেনি জট। যার জেরে হাসপাতাল পরিষেবার চূড়ান্ত বেহাল অবস্থা। স্বাস্থ্য দফতর এবং ডাক্তারি পড়ুয়াদের দড়ি টানাটানিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পড়তে হচ্ছে চূড়ান্ত দুর্ভোগে। এমন পরিস্থিতিতে কোন রফাসূত্র না বেরোলে এবার রাজ্যের স্বাস্থ্য দফতর আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারে। দেখে নেওয়া যাক আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দফতর কী কী ব্যবস্থা নিতে পারে -

▪︎পিজিটি-দের ডিউটিতে থাকা সুনিশ্চিত করতে বিভাগীয় প্রধানদের কড়া নির্দেশ দেওয়া হতে পারে।

▪︎অতিমারি পরিস্থিতিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোন আন্দোলন যে বেআইনি, তা নিয়ে আদালতে যেতে পারে রাজ্য স্বাস্থ্য দফতর।

▪︎ডিউটি পালন না করলে করা হতে পারে শোকজ।

▪︎আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকে চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে পারে স্বাস্থ্য দফতর।

▪︎ইন্টার্ন হবু চিকিৎসকদের রেজিস্ট্রেশন পেতেও অসুবিধা হতে পারে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে। যার জেরে হাসপাতালের পরিকাঠামো ব্যাহত। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় পড়ুয়ারা অনশন চালিয়ে যাচ্ছে। জরুরি বিভাগ থেকে ফিরে যেতে হচ্ছে রোগীদের। বেশ কয়েকবার বৈঠকের পরও সেই জট কাটেনি। রাজ্য স্বাস্থ্য দফতর হস্তক্ষেপ করার পরও জট কাটছে না। পড়ুয়াদের দাবি পূরণ না হলে তাঁরা কর্মবিরতিতে অনড়। এদিকে রাজ্য স্বাস্থ্য দফতর পড়ুয়াদের দাবি অর্থাৎ অধ্যক্ষের পদত্যাগ মানছেই না। এরফলে উভয়ের অনড় সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে হাসপাতালের পরিষেবা বলে অভিযোগ।