পুরমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/12/2020   শেষ আপডেট: 10/12/2020 4:56 p.m.
-

অধ্যাপনায় ইতি টানলেন ‘অপমানিত’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়

আবার খবরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ পুরমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে সময় শেষ হওয়ার ২২ বছর আগেই অধ্যাপনায় ইস্তফা দিলেন তিনি৷ গতকাল সন্ধ্যেয় শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন৷ মুখ্যমন্ত্রী, রাজভবন ও উচ্চশিক্ষা দপ্তরেও পাঠিয়েছেন প্রতিলিপি৷

গত কয়েক বছর ধরেই সমস্যা চলছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অধ্যাপনা নিয়ে৷ মিল্লি আল আমিন কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক থাকাকালীন বেশ কয়েকবার হেনস্থার অভিযোগ করেছেন তিনি৷ পরে তিনি ওই কলেজেরই অধ্যক্ষ হন৷ বিজেপিতে যোগ দেওয়ার পর গত জুনে অধ্যক্ষ পদ ত্যাগ করেন বৈশাখী৷ যদিও তা গৃহীত হয়েছে কিনা জানা যায়নি৷ সম্প্রতি ওই কলেজে আন্দোলনরত ছাত্রীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বৈশাখীকে উৎখাত করার কথা বলেন৷ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ করেন ক্ষুব্ধ বৈশাখী৷ পরের দিন তাঁকে রামমোহন কলেজে বদলি করে দেওয়া হয়৷ এতে অপমানিত বোধ করে বৈশাখী এদিন শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দেন৷ তাঁর ধারণা, রাজনৈতিক কারণেই তাঁকে বদলি করা হয়েছে৷ বলেছেন, ‘‘সম্মান রক্ষার জন্যই আমি শিক্ষকতা ছাড়লাম’’৷

-

২২ বছর আগে পদত্যাগ করতে বাধ্য করার জন্য ইস্তফাপত্রে শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন বৈশাখী৷ বলেছেন, মন্ত্রী চাইলে তাঁকে বকেয়া টাকা না দিতেও পারেন৷