পাকড়াও ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ভুয়ো ডিরেক্টর, প্রতারণার দায়ে গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/08/2021   শেষ আপডেট: 05/08/2021 3:10 p.m.

কলকাতা ইএম বাইপাসে নাকা চেকিংয়ের সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব পুলিশের খপ্পরে আসার পর থেকে রাজ্য প্রশাসন অনেক বেশি সজাগ হয়ে উঠেছে। দেবাঞ্জন দেবের পর একজন নকল সিবিআই অফিসার পুলিশের ধরা পড়ে। এবার পুলিশের জালে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোলের (National Crime Control Bureau) ভুয়ো ডিরেক্টর। প্রগতি ময়দান থানার পুলিশ তাকে ইএম বাইপাস (EM Bypass) থেকে গ্রেফতার করেছে। আসলে গত বুধবার রাতে প্রগতি ময়দান থানা এলাকায় নাকা তল্লাশি চলছিল। সেই সময় ডেপুটি ডিরেক্টর ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো লেখা একটি গাড়িকে আটক করে পুলিশ। প্রথমে গাড়িতে থাকা ব্যক্তির জিজ্ঞাসাবাদ শুরু হয়। তার বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া যায় এবং ঠিকমতো উত্তর দিতে না পারায় গাড়ির মালিক গোলাম রব্বানিকে গ্রেফতার করা হয়। সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে Government of West Bengal বোর্ড লাগানো গাড়িটিকে।

পুলিশ জানিয়েছে, "ওই ব্যক্তি বেনিয়াপুকুরের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিকবার প্রতারণার অভিযোগ রয়েছে। তবে সে কি ধরনের প্রতারণা করেছে তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে পুলিশ।" প্রসঙ্গত উল্লেখ্য, সমস্ত ভুয়ো ধরপাকড়ের সূত্রপাত হয় কসবায়। দেবাঞ্জন দেব নামক এক নকল আইএস অফিসার কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্পের আয়োজন করেছিল। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেই নিয়ে রাজ্যে উথাল পাথাল হলে শুরু হয় ধরপাকড় প্রক্রিয়া এবং রাস্তায় রাস্তায় নাকা চেকিং শুরু করে রাজ্য প্রশাসন। তারপর কখনও ভুয়ো পুলিশ আধিকারিক, আবার কখনও ভুয়ো সিবিআই আধিকারিক পুলিশের খপ্পরে পড়ে। এমনকি কিছুদিন আগে নিউটাউনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের ভুয়ো নেমপ্লেট লাগানো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল ও দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।