আটতলার কার্নিশে দেড়ঘন্টা পা ঝুলিয়ে বসে রোগী, দমকলের সাহায্যের আগেই নীচে পড়ে গেলেন রোগী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/06/2022   শেষ আপডেট: 25/06/2022 4:33 p.m.

স্নায়ুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী

সপ্তাহান্তে মল্লিকবাজারে হ‌ইহ‌ই কান্ড। কি না স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের আটতলার খোলা কার্নিশে পা ঝুলিয়ে বসে রয়েছে একজন স্নায়ুরোগে আক্রান্ত রোগী। ঝাঁপ দেবেন বলে হুমকি দিচ্ছেন বারংবার। তাকে নামাতে ছুটে আসে দমকল। তবে তার আগেই হাত ফসকে নিচে পড়ে যান রোগী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

থ‌িকথিক করছে ভিড়। টানা দেড়ঘন্টা ওই রোগী কার্নিশে বসে র‌ইল এবং এই গোটা সময়টা কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল প্রশাসন। তবে কিছুই করতে পারল না দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এর দল। হাইড্রলিক ল্যাডার, জালের ব্যবস্থা করা হয়েছিল। তবে জাল পাতার আগেই নীচে পড়ে যান ওই রোগী।

হাসপাতাল সূত্রে খবর, স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন। হঠাৎ আজ তাকে কার্নিশে বসে থাকতে দেখে হাসপাতালে ভয়ানক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ রোগীর এক আত্মীয়কে হাসাপাতালে আনা হয়। দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালের জানলা দিয়ে রোগীকে বোঝাতে যান তাঁর আত্মীয়। তবে শেষরক্ষা হয়নি। এই পরিস্থিতির জেরে তুমুল যানজটের সৃষ্টি হয়েছে মল্লিকবাজার মোড়ে।