পার্থ-অর্পিতা কাণ্ডে মোট ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/08/2022   শেষ আপডেট: 18/08/2022 5:59 p.m.
পার্থ চট্টোপাধ্যায় - aitcofficial.org

জামিনের আবেদন খারিজ করে পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। জামিনের আবেদন জানানো হলেও, তাঁদের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে ইডির আইনজীবীরা এদিন বলেন, বয়ান রেকর্ড করার পর সেই কাগজ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় কাটাকুটি করে দেন।

এছাড়াও উঠে এসেছে একাধিক তথ্য। অর্পিতা মুখোপাধ্যায়ের নামে যে বিমা ছিল, তার টাকা মেটানোর মেসেজ আসত পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইলে। মিলেছে প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট, ভুয়ো সংস্থা, ফার্ম হাউসের হদিশও। যেখানে কালো টাকা সাদা হয়েছে বলে দাবি ইডির আইনজীবীদের। 

আগেই পার্থ-অর্পিতার নামে ৫০টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল। এবার নতুন করে আরও ১০টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সবমিলিয়ে ৬০টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে। ইডির তদন্তে উঠে এসেছে ৩০টি ভুয়ো সংস্থার নাম।