মুখ্যমন্ত্রীর থেকে দাবি আদায় করতে সোজা আদিগঙ্গায় নেমে পড়লেন বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষিকারা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/02/2021   শেষ আপডেট: 16/02/2021 1:22 p.m.
আদিগঙ্গা By Kinjal bose 78 - Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=54670773

পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয়ের মধ্যে কীকরে ঢুকলেন আন্দোলনকারীরা? উঠেছে প্রশ্ন

দাবিদাওয়া আদায়ের নিরিখে নানাসময়ে নানাভাবে বিক্ষোভ করেও কোনো সাড়া মেলেনি প্রশাসনের তরফ থেকে। তাই এবার বেনজির বিক্ষোভে সামিল হলেন শিক্ষামিত্র ও বেসরকারি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পিছনের আদিগঙ্গায় প্ল্যাকার্ড সমেত নেমে পড়েন শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা না করে কিছুতেই উঠবেন না আদিগঙ্গা থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার সোমেন মিত্র। আন্দোলনকারীদের আটক করা হয়েছে। কিন্তু কীভাবে পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকলো আন্দোলনকারীরা, প্রশ্ন থেকেই যাচ্ছে।

এর আগে নবান্ন ও বিধানসভাতেও বিক্ষোভ ও অবস্থানে সামিল হয়েছিলেন আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখা করে কথা বলে সমস্যার কথা জানিয়ে সমাধান চাইতে গিয়ে। কিন্তু প্রতিবারই পুলিশের বাধা পেয়েছেন শিক্ষক শিক্ষিকারা। আজ সকালেই একটি দল আলিপুর জেলের কাছে ও অন্য দল আলিপুর পোস্ট অফিসের কাছে ভিড় জমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য। বকেয়া ভাতা মেটানো ও বাড়ানো, বেতন কাঠামোর পরিবর্তন, প্রতিশ্রুতি অনুযায়ী দশ হাজার মাদ্রাসার অনুমোদনের দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের মধ্যেই পাঁচজন (একজন মহিলা সমেত) আচমকা নেমে যান আদিগঙ্গায়। উঠে আসতে নারাজ হলেও জোর করে তুলে তাদের গ্রেফতার করেন পুলিশ।