চূড়ান্ত অবসাদ থেকেই আত্মহত্যা! সল্টলেক থেকে উদ্ধার মা ও মেয়ের দেহ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/05/2022   শেষ আপডেট: 27/05/2022 2:30 p.m.

সল্টলেকের সিডি ব্লকের ১৭৫ নম্বর বাড়িতে থাকতেন তাঁরা

ফের কলকাতায় রহস্য মৃত্যু। সল্টলেক (Salt Lake) থেকে উদ্ধার মা-মেয়ের দেহ। প্রাথমিকভাবে অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, কিছুদিন আগে মৃত্যু হয়েছে সুপর্ণাদেবীর স্বামীর। অন্যদিকে, বিবাহ বিচ্ছেদ হওয়ায় মায়ের সঙ্গে থাকতে শুরু করেছিলেন মেয়ে স্নেহা।

সল্টলেকের সিডি ব্লকের ১৭৫ নম্বর বাড়িতে থাকতেন তাঁরা। সূত্রের খবর, মানসিক অবসাদে ভুগছিলেন দু’জনেই। সোশ্যাল মিডিয়া থেকে নাকি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন স্নেহা।

আজ সকালে সুপর্ণাদেবীর বাড়ির তিনতলা থেকে হু হু করে জল বেরতে দেখেন স্থানীয়রা। ডাকাডাকি করতেও মেলেনি সাড়া। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকে। খবর পেয়েই পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর। দরজা ভাঙতেই উদ্ধার হয় সুপর্ণা ও স্নেহার দেহ।

পাশেই মিলেছে বিষের শিশি। পাওয়া গিয়েছে সুইসাইড নোট। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু করা হয়েছে তদন্ত। সুইসাইড নোটে, প্রশাসনের উদ্যোগেই শেষকৃত্য সম্পন্ন করার আবেদন করেছেন মা-মেয়ে।