এবার ক্ষোভের সুর বনমন্ত্রীর গলায়

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 06/12/2020   শেষ আপডেট: 06/12/2020 12:44 p.m.
- youtube.com

বিদ্রোহীর সংখ্যা বাড়ছে তৃণমূলে

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মুখর হচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধ বিদ্রোহীরা৷ এবার ক্ষোভের সুর শোনা গেল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গলায়৷ কারও নাম না করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি৷ মন্তব্য করলেন, যারা স্তাবক, শুধু তাদেরই সামনের সারিতে রাখা হচ্ছে৷

শনিবার টালিগঞ্জের হরিদেবপুর এলাকায় একটি অরাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাজীব৷ সেখানে তিনি বলেন, ‘‘দলে যারা স্তাবকতা করে তাদের নম্বর বেশি৷ আমি পারি না বলে আমার নম্বর কম৷’’ অভিযোগের সুরে মন্তব্য করেছেন, তিনি যোগ্যতা–দক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করলেও, শুধু নেতৃত্বের সুরে সুর মেলান না বলে তাঁকে ঠেলে দেওয়া হয়েছে পিছনের সারিতে৷ আর যাঁরা সত্যি কথা বলেন না, যাঁদের বিরুদ্ধে মানুষের অভিযোগ আছে, শুধু স্তাবক বলে সেইসব দুর্নীতিগ্রস্তদের আনা হচ্ছে সামনের সারিতে৷ বলেছেন, ‘‘এগুলো সত্যিকারের এক–এক সময়ের যন্ত্রণা৷’’

‘কাজের লোক’ হিসাবে খ্যাতি থাকলেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে কোণঠাসা করে রাখা হয় বলে অভিমত রাজনৈতিক মহলের৷ যদিও তাঁর এদিনের বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি নন তৃণমূল নেতৃত্ব৷ ফিরহাদ হাকিম বলেছেন, ‘‘রাজীব আমাদের ছোট ভাই৷ পরের প্রজন্মের নেতাদের মধ্যে রাজীব আছেন৷ কোনও সমস্যা নেই৷’’ অন্যদিকে এই ঘটনায় খুশির হাওয়া বিরোধী শিবিরে৷ বিজেপি নেতা মুকুল রায় বলেছেন, এটাই তৃণমূলের প্রকৃত ছবি৷ অধীর চৌধুরী তৃণমূলের বিক্ষুব্ধদের জন্য কংগ্রেসের দরজা খোলা থাকার কথা জানিয়েছেন৷