সল্টলেকের সেন্ট্রাল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫০টি দোকান সহ ২০টি ঝুপড়ি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/03/2021   শেষ আপডেট: 29/03/2021 9:39 a.m.

মজুত থাকা দাহ্য পদার্থ থেকেই অগ্নিসংযোগ বলে জানা যাচ্ছে

ফের একবার মহানগরীর বুকে অগ্নিকান্ড। এবার সল্টলেকের সেন্ট্রাল পার্কের ঘনবসতিপূর্ণ ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৫০টি দোকান সহ ২০টি ঝুপড়ি। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঠিক কি হয়েছিল? জানা যাচ্ছে, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ সেন্ট্রাল পার্কের ওই বস্তিতে আগুন লাগে। নিমেষের মধ্যে ছড়ায় আগুন। ঘটনাস্থলে এসেছে আগুন নেভানোর কাজে লেগেছে দমকলের আটটি ইঞ্জিন। হাজির হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও।

সূত্রের খবর, ওই অঞ্চলে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন লাগে এবং তা অতি দ্রুত ছড়িয়ে পড়ে। যাতে আগুন আর না ছড়াতে পারে তার জন্য অতি তৎপরতার সাথে কাজ করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভেতরে কেউ আটকে পড়ার কোনো খবর নেই কারণ প্রত্যেককেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হতাহতেরও কোনো খবর নেই।