খাস কলকাতা থেকে উদ্ধার কড়কড়ে বেআইনি ৫০ লক্ষ টাকা, গ্রেফতার বিহারের বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/01/2021   শেষ আপডেট: 29/01/2021 7:09 a.m.

কোলকাতা পুলিশ মাত্র এই কদিনের মধ্যে মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে।

এবারে খাস কলকাতায় মিলল বেআইনি ৫০ লক্ষ টাকা। ওই টাকা রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির নাম পবন যাদব এবং তিনি আদতে বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোস্তা থানা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই টাকা কি কারণে পবন কলকাতায় নিয়ে এসেছিল সে ব্যাপারে পবন কোনো সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কোলকাতা পুলিশ মাত্র এই কদিনের মধ্যে মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে। বর্তমানে পুলিশের একটি স্পেশাল টিম পবন এর সঙ্গে কারো যোগসাজশ রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে।

গোয়েন্দারা বলছেন, এই ৫০ লাখ টাকার মধ্যে ২,০০০ এর নোট এবং ৫০০ টাকার নোট পাওয়া গিয়েছে। পবন কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা পেয়েছে সেটা বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে। পোস্তা থানা এলাকায় একটি হাসপাতালে সামনাসামনি তাকে ঘুরতে দেখা গিয়েছিল। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ আধিকারিকরা। তার কাছ থেকে ২,০০০ এবং ৫০০ টাকার নোট উদ্ধার হওয়ার পরে পবনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে কোন সদর্থক উত্তর দিতে পারেনি পবন। এরপর তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। বর্তমানে ধৃতকে আদালতে পেশ করার পরিকল্পনা চলছে। এরপরে কলকাতা পুলিশ তাকে জেরা করে জানার চেষ্টা করবে কোথা থেকে এই টাকা আসছে। এছাড়াও পুলিশ খতিয়ে দেখছে তার সাথে কোন অন্য গ্রুপের যোগাযোগ রয়েছে কিনা।