"অভিষেকের দু'বছরের বাচ্চাটাকেই না নোটিস দিয়ে বসে", উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/08/2022   শেষ আপডেট: 29/08/2022 6 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

টোটালটাই নাটক, মিথ্যে : মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশ থেকে মন্তব্য রাখতে গিয়ে ফের আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM)। একের পর এক নেতা-মন্ত্রীদের গ্রেফতারিতে ষড়যন্ত্র দেখছে তৃণমূল সুপ্রিমো।

কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "বাংলায় সরকার ফেলার জন্যই একের পর এক নেতা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। ববিকে গ্রেফতার করো। অরূপকে গ্রেফতার করো, অভিষেককে গ্রেফতার করো। ভেবেছ, তাহলেই আর নির্বাচনে তৃণমূল জিততে পারবে না। বিজেপির মিডিয়ার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া আছে। তাই ওদের একটা কথাও বিশ্বাস করবেন না। যদি দেখেন ববির অনেক সম্পত্তি পাওয়া গিয়েছে। তাই ওকে গ্রেফতার করা হয়েছে। বুঝবেন সব সাজানো। টোটালটাই নাটক, মিথ্যে।"

এরপরেই মুখ্যমন্ত্রীর গলায় উদ্বেগের সুর। তাঁর কথায়, "এই তো আজ অভিষেক এত ভাল বক্তৃতা দিয়েছে। কাল ওকে না আবার নোটিস ধরায়। আগেও ওকে আর ওর স্ত্রী রুজিরাকে নোটিস ধরিয়েছে। কাল আবার ২ বছরের বাচ্চাটাকেই না নোটিস দিয়ে বসে।"