শৃঙ্খলা ইস্যু নিয়ে পার্থকে কটাক্ষের তীরে বিঁধলেন মদন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2022   শেষ আপডেট: 16/01/2022 5:04 p.m.
মদন মিত্র facebook.com/MadanMitraofficial

"মহাসচিব বললে তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও অভিযোগ জানাতে পারি", মদন

তৃণমূলের (TMC) অন্দরে ফের আভ্যন্তরীণ গোলযোগ? দলের নেতা-বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) কথায় ফের সেরকম ইঙ্গিতই পাওয়া গেল। এবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিশানা করে তীব্র কটাক্ষ করলেন মদন।

ঘটনার সূত্রপাত শনিবার। গতকাল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলের আভ্যন্তরীণ কথা বাইরে বলার বিষয়ে বলেন, “কেউ কেউ বিবৃতি দিচ্ছেন। কোনও বক্তব্য থাকলে তাহলে তা দলের ভিতরে আলোচনা করুন। কর্মী-নেতাদের বিরুদ্ধে মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার পক্ষে যথেষ্ট। শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে অনুরোধ করব মন্তব্য, বিবৃতি দেওয়া বন্ধ করুন। দলের অভ্যন্তরে আলোচনা করুন”। পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “আমি স্পষ্ট ভাষায় বলছি, শৃঙ্খলারক্ষা কমিটি দলের কাছে কঠোর সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাবে”।

আর এরপরেই রবিবার পার্থর পাল্টা জবাবে মদন কটাক্ষের সুরে বলেন, “মহাসচিবকে ধন্যবাদ, এক লক্ষ বার বলেছেন শৃঙ্খলারক্ষা কমিটির কাছে অভিযোগ জানাতে। আগে অফিস ছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এখন সেখানে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নিরাপত্তার বিষয় রয়েছে। বর্তমানে অভিষেকও (Abhishek Banerjee) ব্যস্ত রয়েছেন। প্রশ্ন হল, নিয়মরক্ষা কমিটি কোথায় বসবে? তপসিয়া অফিস ভাঙা হয়েছে। কোথায়, কখন, কার কাছে অভিযোগ জানাব? মহাসচিব বললে তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও অভিযোগ জানাতে পারি”। যা নিয়ে সরগরম রাজনৈতিক মহল।