আর বাকি মাত্র আড়াই ঘন্টার অক্সিজেন! সমূহ বিপদে করোনা রোগীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/05/2021   শেষ আপডেট: 11/05/2021 7:42 a.m.
Unsplash

অক্সিজেনের যোগান না মেলায় চিন্তায় রোগীর পরিবার

হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন ৮০ জনের মধ্যে করোনা রোগী। কিন্তু তাদের জন্য অক্সিজেনের বরাদ্দ পড়ে আছে মাত্র আড়াই ঘন্টার অক্সিজেন। এই খবরটি শুনতে না শুনতেই একেবারে আকাশ ভেঙে পড়লো রোগীদের পরিবার পরিজনের মাথায়। এদিকে আবার অক্সিজেন আসতে সময় লাগবে আরো ৫ ঘন্টা। কিন্তু ততক্ষণ রোগীরা কিভাবে বাঁচবেন। সেই উত্তর যদিও দিতে পারেননি কেউ। ঘটনাটি কোনো অন্য রাজ্যের না, খোদ কলকাতার। এই ঘটনাটি ঘটেছে গড়িয়ার রেমেডি নার্সিং হোমে (Remedy Nursing Home)। এই নার্সিং হোমে বর্তমানে ৮০ জন করোনা রোগী ভর্তি আছেন। কিন্তু হাসপাতালে অক্সিজেন আছে শুধু আড়াই ঘণ্টার।

সোমবার হাসপাতাল কর্তৃপক্ষকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছেন অক্সিজেন আর কিছুক্ষনের মধ্যেই শেষ হবে। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের আলাদা হেল্পলাইন নম্বরে কল করা হলে তারা বলছেন, ৫ ঘন্টার আগে অক্সিজেন পাঠানো সম্ভব না। এই ঘটনার পরেই একেবারে দিশেহারা অবস্থা হয় রোগীর পরিবার পরিজনেরা। অন্যদিকে আবার এই নার্সিং হোমের কাগজপত্রের ব্যাপারে বিস্তর গোলমাল আছে। আর তার জেরেই এই অবস্থা করোনা রোগীদের। ঠিক করতে বলা হলেও তারা তাদের নথিপত্র ঠিক করেনি বলে অভিযোগ রেমেডি নার্সিং হোমের বিরুদ্ধে।